নিউ ইয়র্ক, 9 জুন : অ্যামেরিকায় বসবাসকারী এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল FBI । তার নাম আশিকুল আলম (২২) । নিউইয়র্কের টাইমস স্কয়্যারে সে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করছিল ।
জঙ্গি হামলার পরিকল্পনা, পিস্তল কিনতে গিয়ে ধৃত বাংলাদেশি
নিউইয়র্কের টাইমস স্কয়্যারে জঙ্গি হামলার পরিকল্পনা করায় গ্রেপ্তার করা হল অ্যামেরিকায় বসবাসকারী এক বাংলাদেশি যুবককে ।
আশিকুল জঙ্গিগোষ্ঠী IS-এর (ইসলামিক স্টেট) সমর্থক বলে দাবি FBI-র । বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় তাকে । FBI-র একজন আন্ডারকভার এজেন্টের কাছ থেকে দু'টি গ্লক-19 পিস্তল কিনতে গিয়ে ধরা পরে সে । অনেক দিন ধরেই আশিকুলের ওপর নজর রাখছিল FBI ।
উল্লেখ্য, 2017 সালে নিউ ইয়র্কের টাইমস স্কয়্যারে পাইপবোমা হামলা হয় । ওই বছরেই মে মাসে টাইমস স্কয়্যারে এক ব্যক্তি গাড়ি নিয়ে হামলা চালায় । সেই ঘটনায় 18 বছরের এক তরুণী নিহত হয় এবং ২০ জন জখম হয় । এর আগে 2010 সালে গাড়ি বোমা নিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল জঙ্গিরা ।