ওয়াশিংটন, 22 জুলাই : পাকিস্তান থেকে সন্ত্রাস দূর করতে হলে প্রথমে নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাতে হবে৷ নাগরিকদের মানবাধিকারে গুরুত্ব দিতে হবে ৷ বৈঠকে থাকুক সেই প্রসঙ্গ৷ অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাক্ষাতের আগে কংগ্রেস সদস্যদের চিঠিতে উঠে এল এই প্রসঙ্গ ৷ আজই সেই মাহেন্দ্রক্ষণ ৷ মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-ইমরান৷
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রথম কোনও পাকিস্তান প্রধানমন্ত্রী অ্যামেরিকা সফরে এলেন । তার আগেই অ্যামেরিকার কংগ্রেসের দশ সদস্য ট্রাম্পকে চিঠিতে জানালেন নিজেদের মত ৷ বললেন, ইমরানের সঙ্গে বৈঠক চলাকালীন কোন ইশু নিয়ে কথা বলতে পারেন প্রেসিডেন্ট৷ এই প্রথমবার দশ জন কংগ্রেস সদস্য চিঠি দিলেন প্রেসিডেন্টকে৷
কংগ্রেস সদস্যরা চিঠিতে জানিয়েছেন, পাকিস্তানের সিন্ধ প্রদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে যেন প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন ৷ কারণ 2001 সাল থেকে অ্যামেরিকার মাধ্যমে সামাজিক ও আর্থিক ত্রাণ হিসাবে প্রায় 30 বিলিয়ন ডলার ( ভারতীয় মুদ্রায় প্রায় 20,70,62,25,00,00,0 টাকা ) অনুদান পেয়েছে পাকিস্তান৷ কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি ৷ এই প্রসঙ্গে পাকিস্তানের সরকারের গাফিলতির কথাও বলেছেন তাঁরা ৷ সম্প্রতি সিন্ধ প্রদেশে HIV-র মতো মারণ রোগের প্রাদুর্ভাবের কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে৷ পাকিস্তান প্রশাসন ও তার সমর্থকদের হাতে সিন্ধ প্রদেশে ইচ্ছাকৃতভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি ৷
এ ছাড়াও জোর করে ধর্ম পরিবর্তন, নিজের থেকে অনেক বেশি বয়সের কোনও পুরুষকে বিয়ে করতে বাধ্য করার মতো ইশুও উল্লেখ রয়েছে কংগ্রেস সদস্যদের চিঠিতে ৷ তাঁরা ট্রাম্পকে উদ্দেশ্য করে লিখেছেন, ''সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের ব্যবহারে বদল আনতে আসলে নাগরিকদের দিকে দৃষ্টিপাত জরুরি ৷''