মোগাদিশু, 13 ফেব্রুয়ারি : সোমালিয়ার প্রেসিডেন্টের প্রাসাদের বাইরেই আত্মঘাতী বোমা বিস্ফোরণ৷ ঘটনায় হামলাকারীর মৃত্য়ু হলেও অন্য়ান্য় ক্ষয়ক্ষতিও এড়ানো যায়নি৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, জখম হয়েছেন অন্তত সাতজন সাধারণ নাগরিক৷
স্থানীয় পুলিশ প্রশাসনের মুখপাত্র সাদিক আলি আদান জানিয়েছেন, শনিবার সকালে মোগাদিশুতে প্রেসিডেন্টের বাসভবনের ঠিক বাইরের চেক পয়েন্টেই ঘটনাটি ঘটে৷ আত্মঘাতী ওই হামলাকারীকে পুলিশ থামতে বললেও সে গাড়ি নিয়ে এগিয়ে যায়৷ তখনই তাকে লক্ষ্য় করে গুলি চালাতে শুরু করে পুলিশ৷ এদিনের বিস্ফোরণে 12টিরও বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়৷ ভয়ে ছুটোছুটি শুরু করে দেন পথচলতি মানুষ৷
প্রসঙ্গত, নির্বাচন নিয়ে ইতিমধ্যেই সরগরম সোমালিয়ার রাজনীতি৷ কিভাবে ভোট করানো হবে, সে বিষয়ে একমত হতে পারছেন না রাজনীতির কারবারিররা৷ তাঁদের একাংশের অভিযোগ, আরও চার বছর ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রসিডেন্ট মহম্মদ আবদুল্লাই মহম্মদ৷ স্থির হয়েছে, আগামী সোমবার দেশের নির্বাচন সংক্রান্ত মতবিরোধগুলি নিয়ে ফের এক দফা আলোচনা করা হবে৷