আউশগ্রাম, 1 জুন: আউশগ্রামের গুসকরায় BJP কর্মীদের বিক্ষোভ থামাতে লাঠিচার্জ পুলিশের। আহত হয়েছে দুই BJP কর্মী।
গুসকরায় BJP-র থানা ঘেরাও ঘিরে ধুন্ধুমার, লাঠিচার্জ - guskara
দলীয় কর্মীদের বিনা কারণে আটক করা হয়েছে । এই অভিযোগে আজ গুসকরা ফাঁড়ি ঘেরাও BJP-র । বিক্ষোভ থামাতে লাঠিচার্জ পুলিশের ।
BJP-র বিক্ষোভ
BJP-র অভিযোগ, গতরাতে আউশগ্রামের তকিপুর এলাকা থেকে তাদের চার কর্মীকে বিনা কারণে আটক করে গুসকরা ফাঁড়ির পুলিশ। এর প্রতিবাদে আজ সকালে গুসকরা ফাঁড়ি ঘেরাও করেন স্থানীয় BJP কর্মীরা। গুসকরা ফাঁড়ির IC পরিস্থিতি সামাল দিতে এলে তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা।
এরপর বিক্ষোভরত BJP-কর্মীদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ । ঘটনায় দুই বিজেপি কর্মী আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Last Updated : Jun 1, 2019, 10:26 PM IST