পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bibhash Chakraborty Hospitalized: হাসপাতালে ভরতি বিভাস চক্রবর্তী, অবস্থা স্থিতিশীল

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি নাট্যব্য়ক্তিত্ব বিভাস চক্রবর্তী ৷ শনিবার হাসপাতালের তরফে জানানো হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হন এই অভিনেতা ৷ তবে তাঁর শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল ৷

Etv Bharat
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি রয়েছেন নাট্যব্য়ক্তিত্ব বিভাস চক্রবর্তী

By

Published : Dec 24, 2022, 11:43 AM IST

Updated : Dec 25, 2022, 12:59 PM IST

কলকাতা, 24 ডিসেম্বর:গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি নাট্যব্য়ক্তিত্ব বিভাস চক্রবর্তী ৷ আচমকা বুকে ব্যথা শুরু হওয়ায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় এই প্রবীণ নাট্যব্যক্তিত্বকে ৷ এর আগেও দু'বার করোনায় আক্রান্ত হয়েছেন তিনি(Bibhash Chakraborty hospitalized) ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল (Veteran actor Bibhash Chakraborty hospitalised )৷

হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, বেশ কয়েকটি বয়সজনিত সমস্য়ায় ভুগছেন ৷ এক আধিকারিকের কথায়, "বিভাসবাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল । তবে আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে । বেশ কিছু অসুস্থতাও রয়েছে তাঁর (Bibhash Chakraborty health update )৷" প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷ এরপরই তাঁকে হাসপাতালে ভরতি করা হয় (Veteran actor Bibhash Chakraborty health update)৷

আরও পড়ুন:নতুন ধারাবাহিকে কার সঙ্গে জুটি বাঁধছেন তৃণা ?

বিভাস চক্রবর্তী বাংলার নাট্য জগতের এক প্রবাদপ্রতীম ব্যক্তিত্ব ৷ ছয়ের দশকে তিনি যোগ দেন নান্দীকারে ৷ সেখানে বেশ কয়েকটি নাটকে কাজ করেন তিনি ৷ এরপর নান্দীকার ছেড়ে তৈরি করেন 'থিয়েটার ওয়ার্কশপ' ৷ 'রাজরক্ত', 'চকভাঙা মধু'-র মতো বেশ কিছু অনবদ্য নাটক পরিচালনা করেছেন এই কিংবদন্তি ৷ 'অন্য় থিয়েটার' নামে একটি নাট্যদলও তৈরি করেছিলেন তিনি ৷ পশ্চিমবঙ্গ নাট্য আকাডেমি প্রতিষ্ঠার পর বহু বছর ধরে সদস্য হিসেবে যুক্ত ছিলেন বিভাসবাবু ৷ এরপর 2018 সালে তিনি বার্ধক্য়জনিত কারণে পশ্চিমবঙ্গ নাট্য আকাডেমি থেকে পদত্যাগ করেন ৷

Last Updated : Dec 25, 2022, 12:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details