কলকাতা, 24 অগস্ট:কিংবদন্তি সুরকার সুধীন দাশগুপ্তর কণ্ঠ আর সুরের জাদুতে একসময় রীতিমতো সমৃদ্ধ হয়েছে টলিউড । শুধু বাংলা নয় অসমীয়া, হিন্দি, ওড়িয়া ভাষাতেও গান রচনা করেছেন তিনি ৷ দিয়েছেন সুরও ৷ বাংলা ছবির গানে সুধীন দাশগুপ্ত এক নতুন দিগন্তের রূপকার । তাঁর পুত্র সৌম্য দাশগুপ্ত এবং অহন দাশগুপ্তও যুক্ত যন্ত্রসঙ্গীতের সঙ্গে । তাঁরা দু'জনেই প্রবাসী বাঙালি । সম্প্রতি তাঁরা ফিরেছেন নিজেদের শহরে । আর ফিরেই শহরবাসীকে তাঁরা শোনাবেন গান এবং বাজনা । 24 অগস্ট কলকাতার আইসিসিআর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে 'আ কনভার্সেশন উইথ মিউজিক' নামক একটি অনুষ্ঠান ।
সময় সন্ধ্যা 6টা 30 মিনিট । তিন দশকেরও বেশি সময় মাসকাটে কাটিয়েছেন সৌম্য ৷ আর তারপর প্রাণের শহর কলকাতায় ফিরে এসেছেন তিনি । আর তা শুধুই গান বাজনাকে বাজি রেখে । পেশায় স্থপতি, সুরকার এবং সঙ্গীত পরিচালক সৌম্য দাশগুপ্ত ৷ তাঁর যেমন ভালো লাগে জ্যাজ বা ব্লুজ তেমনই ভালো লাগে ভারতীয় ধ্রুপদী বাজনাও ।