মুম্বই, 12 এপ্রিল:মুক্তি পেল আসন্ন অ্যাকশন থ্রিলার ওয়েব সিরিজ 'সাস বহু অর ফ্লেমিংগো'র টিজার ৷ বুধবার ইনস্টাগ্রামে এই সিরিজের ঝলক শেয়ার করেছেন নির্মাতারা ৷ টিজারের ক্যাপশনে রয়েছে একটি জরুরি সতর্কবার্তা ৷ সেখানে লেখা, "সাবধান বাণী : এটা দুর্বল হৃদয়ের দর্শকের জন্য নয় ! দয়া করে দেখবেন না ৷ কেন ? কারণ... ৷" এই ওয়েব সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন হোমি আদাজানিয়া ৷
টিজারেই দেখা গিয়েছে কেন এই সিরিজ সকলকে দেখতে নিষেধ করছেন নির্মাতারা ৷ শাশুড়ি-বউয়ের ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে এই গল্প তৈরি হলেও এই সিরিজ ঠিক 'কিউকি সাস ভি কভি বহু থি' গোছের ধারাবাহিকের কাহিনিকে অন্য়ভাবে তুলে ধরে না ৷ এই সিরিজে থাকবে অ্যাকশন, রক্তপাত সবই ৷ রয়েছে হিংসা এবং প্রতিহিংসার খেলাও ৷
এই সিরিজের প্রধান চরিত্রে দেখা যাবে ডিম্পল কাপাডিয়া, রাধিকা মাদন এবং ঈশা তলোয়ারকে ৷ এই ওয়েব সিরিজে যে 'পাওয়ার ডায়নামিক্স'-এর কথা বলা হয়েছে তা কেমন এবং সব মিলিয়ে সিরিজটি কেমন তা নিয়ে কথা বলতে গিয়ে ডিম্পল কাপাডিয়া আগেই বলেছিলেন," 'সাস বহু অর ফ্লেমিংগো' এমন একটি গল্প বলে যেখানে প্যাশন এবং কোলাহল মুখর এক দুনিয়ায় একজন সাধারণ মেয়েও আসাধারণ হয়ে ওঠে ৷ এটা এমন কিছু খলচরিত্রের নারীদের গল্প যে ধরনের চরিত্রে সাধারণত দেখা যায় পুরুষদেরই ৷ আর বিশ্বাস করুন এখানে এমন কিছু রঙিন চরিত্র আছে যা আপনি প্রথমবার দেখবেন ৷ হোমি যেমন একজন পাগলাটে মনের পরিচালক তেমন তাঁর এই সিরিজটিও সেরকমই ৷"
অন্যদিকে হোমি নিজেই তাঁর তৈরি এই জগৎকে পাগলাটে জগৎ বলে উল্লেখ করেছেন ৷ তিনি আরও জানিয়েছেন, পৃথিবী এই নারীদের ছুঁড়ে ফেলে দিয়েছ আর সেখান থেকেই উত্থান প্রতিহিংসা পরায়ণতার ৷ আগামী 5 মে আসতে চলেছে এই গল্প ৷ ডিজনি প্লাস হটস্টারে প্রিমিয়ার হতে চলেছে এই সিরিজটির ৷
আরও পড়ুন:বিদেশি বিউটি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর শাহরুখ কন্য়া, নেপোটিজম বিতর্ক শুরু নেটপাড়ায়