হায়দরাবাদ, 31 মার্চ :সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের কাছে ভুবন বাদ্যকার নামটি এখন রীতিমত পরিচিত ৷ তবে অবশ্য় ভুবন বাদ্যকারকে 'বাদামকাকু' বলে ডাকতেই বেশি ভালবাসেন সকলে ৷ কারণ একটাই, তাঁর 'কাঁচা বাদাম' গানই তাঁর পরিচয় হয়ে উঠেছে দেশজোড়া শ্রোতাদের কাছে ৷ এবার এই গান জয় করে নিল বলি অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মনও ৷ নেচে উঠলেন তিনিও ৷ অবশ্য শুধু মাধুরী নয় সঙ্গ দিয়েছেন অভিনেতা রীতেশ দেশমুখও ৷ সম্প্রতি ভাইরাল হয়েছে এই নাচের একটি ভিডিয়ো (Madhuri And Riteish Dance on Kacha Badam)৷
নিজের ইনস্টাগ্রাম ভিডিয়োটি শেয়ার করেছেন মাধুরী নিজেই ৷ রূপোলী লেহেঙ্গায় এদিন ফের একবার অনুরাগীদের নজর কেড়েছেন এই নায়িকা ৷ সঙ্গে যোগ্য সঙ্গত করেছেন রীতেশও ৷ দু‘জনেই তাল মিলিয়েছেন গানের তালে তালে ৷