পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jayati New Music Video: রথযাত্রার মিউজিক ভিডিয়ো কি নয়া ট্রেন্ড? মতামত জানালেন জয়তী

রথের আবহে মুক্তি পেতে চলেছে শিল্পী জয়তী চক্রবর্তীর নতুন মিউজিক ভিডিয়ো 'শ্রী জগন্নাথ অষ্টকাম'।

Jayati Chakraborty
আসছে জয়তী চক্রবর্তীর নতুন মিউজিক ভিডিয়ো

By

Published : Jun 21, 2023, 9:43 AM IST

কলকাতা, 21 জুন:একটা সময় ছিল যখন পুজোর গানের ক্যাসেট বা সিডি কবে আসবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন বহু মানুষ । আজও গান আসে পুজোয় । তবে তা ডিজিটাল প্ল্যাটফর্মে। মিউজিক ভিডিয়ো আকারে । শুধু পুজো নয়, দোল উৎসব উপলক্ষেও আসে নতুন মিউজিক ভিডিয়ো ।

বেশ কয়েক বছর হল রথযাত্রা উপলক্ষেও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন শিল্পীরা । এবারেও ব্যতিক্রম হল না । রথযাত্রার ঠিক পরের দিন অর্থাৎ বুধবার হাজির হতে চলেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী এবং ওড়িশা নিবাসী অভিজিৎ মিশ্রর কণ্ঠে 'শ্রী জগন্নাথ অষ্টকাম'। সঙ্গীতা আয়োজনের দায়িত্বে উপালি চট্টোপাধ্যায় ।

আদি শঙ্করাচার্য পুরী ধাম চাক্ষুষ করার পর মুগ্ধ হন এবং লেখেন 'শ্রী জগন্নাথ অষ্টকাম' । কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু এই পুরীর জগন্নাথ মন্দিরে গিয়েই 'অষ্টকাম' স্তোত্র পাঠ করেন । আর এবার সেই স্তোত্র পাঠ করলেন জয়তী চক্রবর্তী এবং অভিজিৎ মিশ্র । জয়তী চক্রবর্তীর কাছে ইটিভি ভারতের তরফে জানতে চাওয়া হয়, আজকাল রথযাত্রার আগেও আসছে নতুন গান । গানের দুনিয়ায় এটা কি তা হলে নয়া ট্রেন্ড?

শিল্পী বলেন, "নতুন ট্রেন্ড তো নিশ্চয়ই । কিন্তু অন্যভাবে যদি দেখি তা হলে আগে পুজোয় একটা গান রিলিজ করত না । রিলিজ করত পুরো একটা অ্যালবাম । সেখানে 6 থেকে 8 টা গান থাকত । এখন অ্যালবাম কনসেপ্টটা যেহেতু উঠে গেছে তাই একখানা করেই গান রিলিজ করছে । আর তাই সারা বছর ধরে নানা সময়ে ভাগে ভাগে মানুষের কাছে বিভিন্ন স্বাদের গান আসছে । বিষয়টা সেরকমই । এই ভাবে ভাবলেও একটা নতুন ট্রেন্ড তো বটেই । বিভিন্ন অনু্ষ্ঠানেরও আলাদা আলাদা গান হয় । সেটাই বাংলার ঐতিহ্য ।"

এই গানের পরিকল্পনা কবে থেকে? প্রশ্নের জবাবে শিল্পী বলেন, "এই গানের পরিকল্পনা খুব বেশিদিনের নয় । সব মিলিয়ে এক মাসের পরিকল্পনা । স্তোত্র পাঠ আমার বরাবরের বিশেষ ভালো লাগার একটা বিষয় । এর মধ্যে একটা আদি গন্ধ আছে । এই ধরনের কাজ তো আজকাল হয় না খুব একটা । এই ধরনের কাজ নিজের গলায় ধারণ করতে পারলে সত্যিই ভালো লাগে । তার উপরে সংস্কৃত স্তোত্র । এর ঐতিহ্যই আলাদা ।"

শিল্পী নিজে ঈশ্বরে বিশ্বাসী কিনা জানতে চাইলে তিনি বলেন, "আমি ভীষণ বিশ্বাসী । আমি মনে করি যে কোনও কর্মের স্বীকৃতি পেতে গেলে ঈশ্বরের আর্শীবাদ । আর আমি এবং উপালি দু'জনেই জগন্নাথের ভক্ত । আমার শ্বশুরবাড়ির সঙ্গে ওড়িশার একটা সম্পর্ক আছে । আর পুরীর প্রতি কোন বাঙালির না টান আছে?"
আরও পড়ুন:সত্য ঘটনা অবলম্বনে আসছে অরিন্দমের 'দুর্গাপুর জংশন', সাংবাদিকের ভূমিকায় স্বস্তিকা

উপালি চট্টোপাধ্যায়ের সঙ্গে জয়তী চক্রবর্তীর এটাই প্রথম বড় কাজ । এর আগে অল্প বিস্তর কাজ হলেও তেমন বড় কিছু হয়নি । বেশ কিছু কাজের কথা হলেও তা শেষ পর্যন্ত আর হয়নি বলে জানান জয়তী চক্রবর্তী । নিজের আগামী কাজ প্রসঙ্গে শিল্পী বলেন, "নিজস্ব ইউটিউব চ্যানেলের কিছু কাজ আছে সেগুলো করব । কিছু রবীন্দ্র সঙ্গীত ও আধুনিকের ট্র‍্যাক রেডি করা আছে । এই বছর কোনও কোম্পানির সঙ্গে কাজ সেরকম নেই । সবটাই নিজের ইউটিউবের জন্য ।"

ABOUT THE AUTHOR

...view details