পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Red Corner Notice Against Goldy Brar : গোল্ডি ব্রারের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি ইন্টারপোলের - Red Corner Notice Against Goldy Brar

সিধু মুসওয়ালা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নেওয়া গোল্ডি ব্রার ওরফে সতিন্দরজিৎ সিংয়ের বিরুদ্ধে এবার রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল (Red Corner Notice Against Satinderjeet Singh ) ৷

Red Corner Notice Against Goldy Brar
গোল্ডি ব্রারের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল

By

Published : Jun 10, 2022, 10:04 AM IST

নয়াদিল্লি, 10 জুন : সিধু মুসওয়ালা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নেওয়া গ্যাংস্টার গোল্ডি ব্রার ওরফে সতিন্দরজিৎ সিংয়ের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল (Red Corner Notice Against Satinderjeet Singh) ৷ সিবিআই-এর অনুরোধের ভিত্তিতে আটদিনের মধ্যেই এই পদক্ষেপ করল ইন্টারপোল ৷ ব্রার বর্তমানে কানাডার বাসিন্দা ৷

পঞ্জাব পুলিশ গত 30 মে ব্রারের বিরুদ্ধে দু'টি পুরানো মামলায় রেড কর্নার নোটিশের অনুরোধ জানিয়েছিল ৷ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোল্ডি ব্রার ওরফে সতিন্দরজিৎ সিং শ্রী মুক্তসর সাহেব এলাকার বাসিন্দা, 2017 সালে স্টুডেন্ট ভিসা নিয়ে সে কানাডা চলে যায় ৷ লরেন্স বিষ্ণোই গ্যাংয়েরও একজন সক্রিয় সদস্য় এই গোল্ডি ৷ অভিযোগ উঠেছে গতবছর আকালি যুব নেতা ভিকি মিদুখেরার খুনের প্রতিশোধ নিতেই সিধু মুসওয়ালা হত্যাকাণ্ড ঘটানো হয় ৷

আরও পড়ুন : সলমনকে হুমকি চিঠি পাঠায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠী, দাবি মুম্বই পুলিশের

27 বছর বয়সি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসওয়ালার খুনের ঘটনায় এ পর্যন্ত 8 জনকে গ্রেফতার করেছে সিবিআই ৷ এই হত্যাকাণ্ডের একদিন পরেই ব্রারের বিরুদ্ধে রেডকর্নার নোটিশ চাওয়া হয় ৷ এই নোটিশের মাধ্যমে 195টি ইন্টারপোল সদস্য দেশের এনফোর্সমেন্ট এজেন্সিকে সতর্ক করে দেওয়া হয়েছে ৷

ব্রারের বিরুদ্ধে দু'টি এফআইআর দায়ের করা হয়েছিল আগেই ৷ ফরিদাবাদ থানায় দায়ের হওয়া এই দু'টি এফআইআরের একটি কাটারিয়া পেট্রোল পাম্পের কাছে একটি গুলি চালনার সঙ্গে সম্পর্কিত যার ভিত্তিতে গতবছর 1 অক্টোবর ওয়ারেন্ট জারি করা হয় তার বিরুদ্ধে ৷ অন্য অভিযোগটি করা হয় গুরলাল সিং নামক এক ব্যক্তির হত্যার ঘটনায় ৷ গতবছর ফেব্রুয়ারিতে ফরিদকোটে এই খুনের ঘটনা ঘটে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details