নয়াদিল্লি, 10 জুন : সিধু মুসওয়ালা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নেওয়া গ্যাংস্টার গোল্ডি ব্রার ওরফে সতিন্দরজিৎ সিংয়ের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল (Red Corner Notice Against Satinderjeet Singh) ৷ সিবিআই-এর অনুরোধের ভিত্তিতে আটদিনের মধ্যেই এই পদক্ষেপ করল ইন্টারপোল ৷ ব্রার বর্তমানে কানাডার বাসিন্দা ৷
পঞ্জাব পুলিশ গত 30 মে ব্রারের বিরুদ্ধে দু'টি পুরানো মামলায় রেড কর্নার নোটিশের অনুরোধ জানিয়েছিল ৷ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোল্ডি ব্রার ওরফে সতিন্দরজিৎ সিং শ্রী মুক্তসর সাহেব এলাকার বাসিন্দা, 2017 সালে স্টুডেন্ট ভিসা নিয়ে সে কানাডা চলে যায় ৷ লরেন্স বিষ্ণোই গ্যাংয়েরও একজন সক্রিয় সদস্য় এই গোল্ডি ৷ অভিযোগ উঠেছে গতবছর আকালি যুব নেতা ভিকি মিদুখেরার খুনের প্রতিশোধ নিতেই সিধু মুসওয়ালা হত্যাকাণ্ড ঘটানো হয় ৷