পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kolkata Art Fair: শহরের বুকে 'কলকাতা আর্ট ফেয়ার', ব্যতিক্রমী উদ্যোগে শামিল সমীর আইচ-দেবজ্যোতি মিশ্র

'ইন্ডিয়া আর্ট গ্যালারি'র আয়োজনে শুরু হয়ে গেল 'কলকাতা আর্ট ফেয়ার' ৷ উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনে শিল্পী সমীর আইচ, দেবজ্যোতি মিশ্র (Debojyoti Mishra, Samir Aich attends Art fair)

Etv Bharat
শহরের বুকে কলকাতা আর্ট ফেয়ার

By

Published : Mar 17, 2023, 8:14 PM IST

কলকাতা, 17 মার্চ: শুরু হল 'কলকাতা আর্ট ফেয়ার (Art Fair At Kolkata)-এর তৃতীয় সিজন'। উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনে শিল্পী সমীর আইচ, দেবজ্যোতি মিশ্র । উপস্থিত ছিলেন শিল্পী যোগেন চৌধুরীও । প্রতি বছরের মতো এ বছরও 'ইন্ডিয়া আর্ট গ্যালারি'র আয়োজনে এবং এক স্বনামধন্য গহনা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের উদ্যোগে আইসিসিআর (ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন)- এ অনুষ্ঠিত হল 'কলকাতা আর্ট ফেয়ার'। এ বছর তৃতীয় সিজনে পা দিল এই উদ্যোগ। সমগ্র অনুষ্ঠানের নেপথ্যে শিল্পী মেহতাব হোসেন মোল্লা ৷

17 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত চলবে 'কলকাতা আর্ট ফেয়ার' (Art Fest begins in Kolkata)। শহর কলকাতা বিভিন্ন সংস্কৃতির পীঠস্থান হিসেবে বিশেষভাবে সমাদৃত। একইভাবে শহর কলকাতায় সংস্কৃতিমনস্ক মানুষদের বসবাস । 'কলকাতা আর্ট ফেয়ার'-এর মাধ্যমে মহানগরীর সেই ঐতিহ্যকে, শহরের পুরনো সেইসব শিল্পকে আবারও সবার সামনে তুলে ধরা হয়, যাতে এই শহরের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয় । 'কলকাতা আর্ট ফেয়ার' শিল্পের এক অনন্য প্রদর্শন।

চার দিন ধরে চলা শিল্পের এই উৎসবে সারা দেশের 400'র বেশি শিল্পী তাঁদের 1000-এর বেশি শিল্পকলা নিয়ে হাজির হবেন । চিত্রকলা, ভাস্কর্য, সেরামিক, আলোকচিত্র, গ্রাফিক্স-সহ সব ধরনের শিল্পের নজির তুলে ধরা হবে । এর জন্য শহরের একেবারে কেন্দ্রস্থলে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (ICCR)-এর রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টারের চারটি গ্যালারি এই অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট করা হয়েছে । এই উদ্যোগ নিয়ে শিল্পী যোগেন চৌধুরী বলেন, "কলকাতা আর্ট ফেয়ারের অংশ হতে পেরে আমি খুব খুশি । কারণ এটি সত্যিই শিল্পের এক অনন্য প্রদর্শন বা বলা যেতে পারে সিগনেচার এগজিবিশন ।"

অন্যদিকে, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র (Debojyoti Mishra) বলেন, “এই উৎসবের কোর টিমের একজন সদস্য হিসেবে এবং শেষমেষ কলকাতা আর্ট ফেয়ার 2023 হচ্ছে এই ভেবে আমি আনন্দিত । আমরা খুবই আশাবাদী যে শেষ দু'টি সংস্করণের মতোই এবারও এই উদ্যোগ সফল হবে ।" উল্লেখ্য, দেবজ্যোতি মিশ্রও একটি গ্যালারিতে তাঁর শিল্পকর্ম প্রদর্শন করবেন ৷

আরও পড়ুন: সুপার সিঙ্গারের মঞ্চে আসছেন কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি

শিল্পী সমীর আইচ (Samir Aich) বলেন, "কলকাতা আর্ট ফেয়ার হল সত্যিকারের এক সুসংবাদ এবং সেই কারণেই আমি মনের আনন্দে গান গাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ।" তিনি নিজের দলের সঙ্গে এই দিন পারফর্ম করবেন । কলকাতা আর্ট ফেয়ার- এর সম্পাদক ও আয়োজক মেহতাব হোসেন মোল্লা বলেন, "এই কলকাতা আর্ট ফেয়ার-র প্রধান উদ্দেশ্য হল শহর কলকাতা তার শিল্প, কৃষ্টি, সংস্কৃতিতে কতটা পরিপূর্ণ তা সকলকে একবার মনে করিয়ে দেওয়া। এছাড়া চিত্রকলা, ভাস্কর্য, আলোকচিত্র, গ্রাফিক্স নিয়ে যে সব নতুন নতুন অভাবনীয় কাজ হচ্ছে তা জানানোর জন্যই এই আর্ট ফেয়ার। এছাড়া এখান থেকে শিল্পীদের রোজগারেরও ব্যবস্থা করা হয়। শহর ও গ্রামাঞ্চল থেকে যেসব নতুন শিল্পীরা উঠে আসছেন তাঁদের জন্য এটা একটা প্ল্যাটফর্ম। এই আর্ট ফেয়ারের মাধ্যমে আমরা তাঁদেরকে সাহায্য করতে পারি এবং তাঁদের ভবিষ্যতকে সুন্দর ভাবে গড়ে তুলতে গিয়ে যাতে কোনও বাধা না পেরোতে হয়, সেটাই আমাদের প্রচেষ্টা ।"

অন্যতম উদ্যোক্তা রূপক সাহা বলেন, "কলকাতা আর্ট ফেয়ারের এই তৃতীয় সংস্করণটি উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত । এই উদ্যোগ মানুষের থেকে অভাবনীয় সাড়া পাবে আশা রাখি । সেই সঙ্গেই বহু প্রতীক্ষিত বার্ষিক প্রদর্শনীটি ইতিমধ্যেই শহরের ইভেন্ট ক্যালেন্ডারে তার নিজস্ব জায়গা করে নিয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details