কলকাতা, 25 অগস্ট: বেশ অনেকদিন পর ছোটপর্দায় ফিরেছেন অপরাজিতা আঢ্য । 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার' ধারাবাহিকে ফের স্বমহিমায় দর্শকের মন মাতাচ্ছেন তিনি । ধারাবাহিক দেখেছে সেরার সেরা হওয়ার মুখ । মুদি দোকানের মালকিন লক্ষ্মী ঘরে-বাইরে সমান সাবলীল । সম্প্রতি লক্ষ্মী কাকিমার তত্বাবধানে আটটি দোকান খুলতে চলেছিল শহরে । হঠাতই বোম ব্লাস্ট হয় দোকানের উদ্বোধনে । সেটাও সামলে নেওয়ার ক্ষমতা রাখে লক্ষ্মী (Aparajita New Film )।
এ তো গেল ধারাবাহিকের অপাদির ভূমিকা । ওদিকে 26 অগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পাভেল পরিচালিত বাংলা ছবি 'কলকাতা চলন্তিকা' (Aparajita New Film Kolkata Chalantika)। সেখানে পুলিশ কনস্টেবল দেবীর চরিত্রে অভিনয় করছেন তিনি । রাস্তায় রোদে, জলে, ঝড়ে দেবীকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হয় । সে সংসার করতে চাইলেও তা করে উঠতে পারে না । এমনই এক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব এবার তাঁর কাঁধে ।
বাস্তবে পুলিশ কনস্টেবলের দায়িত্ব পালন করেছেন তিনি(Aparajita Adhya New Role) । বুধবার সকাল থেকে দুপুর অবধি যাদবপুর থানার সিগন্যালে বাস্তবের পুলিশ কনস্টেবলের হাতে হাত মিলিয়ে ট্রাফিক সামলালেন অভিনেত্রী । কারোকে হেলমেট না পরা অবস্থায় দেখলেই তিনি ধরেছেন । এই সব কিছুই ছবির প্রোমোশনের জন্য তা বলাই বাহুল্য । তবুও বিষয়টিকে এনজয় করেছেন তিনি । অন্য অভিজ্ঞতা নিয়ে আপ্লুত অভিনেত্রী । সাধারণ পোশাকে, মেক আপ হীন অবস্থায় এদিন দায়িত্ব সামলালেন তিনি ।