কলকাতা, 16 ফেব্রুয়ারি: সবে কেটেছে ভ্যালেন্টাইনস ডে ৷ তবে এখন শহর জুড়ে যেন প্রেমের মরশুম ৷ এবার সেই খবরই নিতে মনের পাসওয়ার্ডটা জানতে চাইলেন অনুপম ৷ বুঝলেন না তো? আসলে মুক্তি পেল অনুপম রায়ের নতুন মিউজিক ভিডিয়ো 'মনের পাসওয়ার্ড' ৷ অনুপমকে শ্রোতারা যেভাবে দেখেছেন সেদিক থেকে দেখতে গেলে এই গান অবশ্যই একটু অন্য ধরনের ৷ রোম্যান্টিক এই গানে জুটি বেঁধেছেন শ্রীমা ভট্টাচার্য এবং রাহুল দেব বোস(Anupam Roy New Music Video) ৷
ছোট পর্দায় দু'জনেই বেশ পরিচিত মুখ ৷ আর এবার অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য গানে গানে জুটি বাঁধলেন অভিনেতা রাহুল দেব বোসের সঙ্গে । অনুপম রায়ের এই গান বেঁধে দিল দু'জনকে । তবে গৌরব রায়চৌধুরীর সঙ্গে শ্রীমার সম্পর্ক ভেঙেছে অনেকদিন । যদিও তা নিয়ে খোলামেলা আলোচনা করেননি কেউই । গোটা বিষয়টাই নিজেদের মধ্যেই রেখেছিলেন দু'জনে । একইভাবে রাহুল দেব বোসের সঙ্গেও সম্পর্ক ভেঙে গিয়ে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রুষা চট্টোপাধ্যায় । আর এবার শ্রীমার সঙ্গে রাহুলের মন জুড়ে দিলেন সঙ্গীত পরিচালক তথা গায়ক অনুপম রায় ।