হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: প্রশান্ত নীলের 'সালার পার্ট 1: সিজফায়ার' ছবির জন্য় এখন অপেক্ষা করে রয়েছেন সকলেই ৷ এর মাঝেই এবার সামনে এল নতুন খবর ৷ তাঁর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি 'কেজিএফ'-এর পরবর্তী পর্বের কাজ শুরু করে দিলেন পরিচালক ৷ সুপারস্টার যশকে সারা ভারতে জনপ্রিয় করে তোলে 'কেজিএফ' ফ্র্যাঞ্চাইজি ৷ বিশেষত, 'কেজিএফ 2' ছবিটি তো রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল নেটপাড়ায় ৷ এবার সেই জনপ্রিয় ছবির তৃতীয় পর্ব নিয়েও কাজ শুরু হয়ে গেল ৷
জানা গিয়েছে ছবির তৃতীয় পর্বের কাজ শুরু হয়ে যাবে আগামী ডিসেম্বর মাসেই ৷ 21 ডিসেম্বর 'কেজিএফ 3' নিয়ে অফিসিয়াল ঘোষণা করতে পারেন নির্মাতারা ৷ অন্তত এমনটাই বলছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর ৷ ছবির শুটিং আগামী বছর অক্টোবরের মধ্যে শেষ করার কথা ভাবছেন নির্মাতারা ৷ কবে প্রেক্ষাগৃহে আসবে এই ছবি তা সঠিক জানা নেই ৷ তবে বেশকিছু সংবাদমাধ্যমের দাবি 2025 সালে মুক্তি পেতে পারে 'কেজিএফ 3' ৷