কলকাতা, 18 অক্টোবর: সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সমলিঙ্গে বিবাহকে আইনি বৈধতা দেয়নি ৷ তবে, তাঁরা একসঙ্গে থাকতে পারবেন ৷ এই ব্যাপারে স্বাধীনতা রয়েছে রূপান্তরকামীদের ৷ বিশেষ বিবাহ আইন অনুযায়ী অন্য লিঙ্গের মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন তাঁরা ৷ এমনকী সন্তান দত্তক নেওয়ারও অধিকার রয়েছে তাঁদের ৷ কিন্তু, সমকামীরা সন্তান দত্তক নিতে পারবেন না ৷ এই ব্যাপারে কী বলছে টলিপাড়া ? খোঁজ নিল ইটিভি ভারত ৷
অভিনেতা তথা বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় বলেন, "এটা নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই ৷ আসলে যে রায়টা বেরিয়েছে, সেটা একটা আই-ওয়াশ বলে মনে করি আমি ৷ একটু হয়তো সাময়িকভাবে কয়েকটা বিষয় এগিয়েছে ৷ আমার তাই খুব একটা বলার কিছু নেই ৷ দু’জন সমলিঙ্গ দম্পতি সন্তান দত্তক নিতে পারবে না ৷ কেন নিতে পারবে না ? আমি বুঝলাম না ৷ তাঁরা ডিএনএ ক্যারি করছে না বলে ?" প্রশ্ন টালিগঞ্জের এই অভিনেতার ৷