পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Priyanka-Nick Outing: মা-বাবার দায়িত্ব থেকে সাময়িক ছুটি, নিককে নিয়ে রেস্তোরাঁয় পিগি চপস ! - নিক জোনাস

মেয়েকে কিছুক্ষণের জন্য একা রেখেই একান্তে সময় কাটালেন প্রিয়াঙ্কা ও নিক ৷ নিজেদের এই মুহূর্তের ভিডিয়োটি বিশ্বসুন্দরী ক্যামেরাবন্দি করে পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় (Social Media) ৷

Priyanka-Nick
ফাইল ছবি

By

Published : Mar 26, 2023, 6:12 PM IST

হায়দরাবাদ, 26 মার্চ: শনিবার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি আউটিংয়ের একটি ভিডিয়ো শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ যেখানে জোনাস দম্পতিকে দেখা গিয়েছে কোনও এক রেস্তোরাঁয় ৷ যদিও মেয়ে মালতীকে দেখা যায়নি সেলেব দম্পতির কাছে ৷ তাই বলাই যায়, মেয়ের দায়িত্ব থেকে সাময়িক ছুটি নিয়ে নিকের সঙ্গে রেস্তোরাঁয় সময় কাটালেন প্রিয়াঙ্কা (Mom and dad Priyanka-Nick Take time off Parenting Duties) ৷ ছবির ক্যাপশনে সে কথাই উল্লেখ করেছেন 'দেশি গার্ল' ৷

ভিডিয়োতে প্রিয়াঙ্কাকে হাসতে দেখা গেলেও আপাতদৃষ্টিতে ক্লান্ত ছিলেন নিক ৷ তবে ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা মিউজিকের তালে মাথা নাড়াচ্ছিলেন তিনি। আর নিকের এমন মাথা নাড়ানোর মুহূর্ত প্রিয়াঙ্কা একগাল হেসে ক্যামেরাবন্দি করে চলেছেন ৷ শনিবার গভীর রাতে জোনাস দম্পতির আউটিংয়ে সেলফি মোডের সেই ভিডিয়োটি বেশ পছন্দ করেছেন পিগি চপসের অনুরাগীরা ৷

প্রাক্তন বিশ্বসুন্দরী তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, "যখন মা এবং বাবা নিজেদের দায়িত্ব থেকে কিছুটা সময় নিয়ে একান্তে সময় কাটায় ৷" ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন নিকের ভাই কেভিন জোনাস ৷ প্রসঙ্গত, একমাত্র মেয়ে মালতীকে নিয়ে এখন সুখী গৃহকোণ প্রিয়াঙ্কা ও নিকের। তবে ব্যস্ততা সামলে পরস্পরকে সময় দিতে ভোলেন না তাঁরা। বরাবরই আলোচনার শীর্ষে থাকতে পছন্দ করে এই জুটি। নিক-প্রিয়াঙ্কার প্রেম কাহিনিও কারও অজানা নয়। বয়স আর সংস্কৃতির বিস্তর ফারাক থাকলেও সুখেই সংসার করেছেন এই দুই তারকা।

আরও পড়ুন:স্ত্রী'র জন্মদিনে আবেগঘন পোস্ট জুনিয়ার এনটিআরের, লক্ষ্মী পেলেন বিদেশের শুভেচ্ছাও

এদিকে রুপোলি পর্দায় চোখ ফেরালে বলতে হয়, প্রিয়াঙ্কা তাঁর আসন্ন অ্যাকশন-স্পাই থ্রিলার সিরিজ ফিল্ম সিটাডেলের জন্য মুখিয়ে রয়েছেন। গ্লোবাল সিরিজের প্রথম সিজনটি ছ'টি পর্ব নিয়ে আসতে চলেছে ৷ যার দু'টি পর্ব প্রাইম ভিডিয়োতে আগামী 28 এপ্রিল মুক্তি পাবে ৷ তারপর থেকে একটি পর্ব 26 মে'তে সাপ্তাহিকভাবে মুক্তি পাবে। রুশো ব্রাদার্সের এজিবিও এবং শোরনার ডেভিড ওয়েইল সিরিজটি প্রযোজনা করছেন ৷ প্রিয়াঙ্কার সঙ্গে সিরিজে অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন, স্ট্যানলি টুকি এবং লেসলি ম্যানভিল। সিটাডেল ওয়েব সিরিজটি অন্যান্য ভাষার মধ্যে ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষাতেও মুক্তি পাবে।

ABOUT THE AUTHOR

...view details