মুম্বই, 27 এপ্রিল: বৃহস্পতিবার সন্ধেয় মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে বসছে চাঁদের হাট ৷ অনুষ্ঠিত হতে চলেছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের 68তম সংস্করণ ৷ সঞ্চালনায় 'ভাইজান' সলমন খান ৷ সেরা ছবি-সহ সেখানে 7টি ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' ৷ কিন্তু পুরস্কার প্রদান অনুষ্ঠানের ঠিক প্রাক্কালে ফিল্মফেয়ার নিয়ে বিস্ফোরক বিতর্কিত এই ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী ৷
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসকে 'অ্যান্টি-সিনেমা' আখ্যা দিয়ে পরিচালক সাফ জানালেন, কোনওভাবেই তিনি আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন না ৷ টুইটারে বৃহস্পতিবার সকালে একটি লম্বা নোট লিখে ফিল্মফেয়ারের প্রতি বিদ্বেষ ব্যক্ত করেছেন বিবেক অগ্নিহোত্রী ৷ 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক লেখেন, "সংবাদমাধ্যম মারফৎ জানতে পারলাম 68তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সাতটি বিভাগে মনোনয়ন পেয়েছে দ্য কাশ্মীর ফাইলস ৷ কিন্তু আমি এই অনৈতিক এবং অ্যান্টি-সিনেমা অনুষ্ঠান সবিনয়ে প্রত্যাখ্যান করছি ৷"
বিবেক অগ্নিহোত্রীর দাবি, তারকা ছাড়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে বাকি কারও মুখ নেই ৷ আর সেই কারণে ফিল্মফেয়ারের দুনিয়ায় সঞ্জয় লীলা বনশালি, সূরজ বারজাতিয়ার মতো মহান পরিচালকদের কোনও স্থান নেই ৷ এই অনুষ্ঠানে সঞ্জয় বনশালিকে আলিয়া ভাট, সূরজ বারজাতিয়াকে মিস্টার বচ্চন আর আনিস বাজমিকে প্রতিনিধিত্ব করেন কার্তিক আরিয়ান ৷