পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Vikram Sohini Omor Shongi:ফার্স্ট লুকের পর শুটিং শুরু 'অমরসঙ্গী'র, জুটিতে বিক্রম-সোহিনী - Vikram Sohini Omor Shongi

শুরু হয়ে গেল নতুন ছবি 'অমর সঙ্গী'র শুটিং ৷ পরিচালক দিব্যর হাত ধরে জুটি বাঁধলেন বিক্রম ও সোহিনী ৷

Vikram Instagram
শুটিং শুরু বিক্রমের নতুন ছবির

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 12:54 PM IST

কলকাতা, 25 অগস্ট: কয়েকদিন আগেই 'অমর সঙ্গী' ছবির ফার্স্ট লুক সামনে এনেছিলেন নির্মাতারা ৷ জানা গিয়েছিল দিব্য চট্টোপাধ্যায়ের এই ছবির হাত ধরে জুটি বাঁধতে চলেছেন বিক্রম চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার ৷ এবার শুরু হয়ে গেল সেই ছবির শুটিং ৷ শুক্রবার নিজেই অনুরাগীদের এই খবর জানালেন বিক্রম ৷ বিক্রম এখন সত্য়িই সুপার ফর্মে রয়েছেন ৷ শুক্রবারই জি ফাইভে ডিজিটাল প্রিমিয়ার হয়ে গেল তাঁর সাম্প্রতিক ছবি 'শহরের ঊষ্ণতম দিনে'র ৷ আর এই দিনেই তাঁর নতুন ছবির শুটিংও শুরু করে দিলেন অভিনেতা ৷

ক্ল্যাপস্টিকের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, "শুটিং শুরু ৷" এই ছবির জন্য় বেশ উন্মাদনা রয়েছে অনুরাগীদের মধ্যে ৷ ছবির গল্প নিয়ে অবশ্য এখনও কিছুই সামনে আসেনি ৷ তবে জানা গিয়েছে, প্রেমই এখানে গল্পের মূল সুতো ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ছবিতে দেখা যাবে বিক্রম-সোহিনী ছোটবেলা থেকেই বন্ধু ৷ তাঁদের প্রেম গড়ানোর কথা ছিল বিয়ে পর্যন্ত ৷ কিন্তু হঠাৎই কিছু ঘটনা একেবারে সমস্ত হিসাব ওলট পালট করে দেয় ৷ তারপরও কি সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন তাঁরা? সেটাই দেখা যাবে ছবিতে ৷

'অমরসঙ্গী' বাংলার একটি কাল্ট ছবি ৷ সুজিত গুহ পরিচালিত এই ছবি প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়কে অন্যমাত্রায় পৌঁছে দেয় ৷ নতুন এই ছবির হাত ধরেও তেমনই সাফল্য় পেতে চাইবেন দিব্য চট্টোপাধ্যায় ৷ পরিচালক হিসাবে এটাই তাঁর প্রথম বাংলা ছবি ৷ এর আগে বলিউডে কাজ করেছেন তিনি ৷ তবে এবার টলিউড স্টারেদের নিয়ে কীভাবে এগোয় তাঁর জার্নি সেটাই দেখার ৷

আরও পড়ুন:শুরু 'প্রধান' এর শুটিং, ব্যোমকেশের সাফল্যের মাঝেই খবর দিলেন দেব

অন্যদিকে সোহিনী এবং বিক্রম দু'জনেই টলিউডের বেশ ব্যস্ত শিল্পী ৷ অভিনেত্রীকে আগামীতে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়ের 'দুর্গ রহস্য়' সিরিজে ৷ এই সিরিজে তিনি অভিনয় করবেন সত্য়বতীর ভূমিকায় ৷ অন্যদিকে বিক্রম আগামীতে জুটি বাঁধছেন মধুমিতা সরকারের সঙ্গেও ৷ তাঁদের এই ছবির নাম 'কে প্রথম কাছে এসেছি' ৷

ABOUT THE AUTHOR

...view details