পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sulochana latkar And Kollam Sudhi: প্রয়াত বিগ বির 'অনস্ক্রিন মা' সুলোচনা লতকর, চলে গেলেন কোলালামও - Sulochana latkar And Kollam Sudhi passed away

বিনোদন জগতের জন্য জোড়া দুঃসংবাদ ৷ প্রয়াত মারাঠি অভিনেত্রী সুলোচনা লতকর এবং মালয়ালাম অভিনেতা কোলালাম সিধু ৷

Sulochana latkar And Kollam Sudhi
প্রয়াত কোলালাম ও সুলোচনা লতকর

By

Published : Jun 5, 2023, 12:49 PM IST

মুম্বই, 5 জুন: বিনোদন জগতের অনুরাগীদের জন্য় সামনে এল ফের দু'টি বড় দুসংবাদ ৷ গতকাল এসেছিল বর্ষীয়াণ অভিনেত্রী সুলোচনা লতকরের প্রয়াণের খবর ৷ আর সোমবার সকালে গাড়ি দূর্ঘটনায় প্রয়াত দক্ষিণী অভিনেতা কোলালাম সুধি ৷ প্রায় 250টিরও বেশি হিন্দি ছবিতে কাজ করেছেন সুলোচনা ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 94 বছর ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ অন্যদিকে কোলালামের মৃত্যুকালে বয়স হয়েছিল 39 বছর ৷

খবর অনুযায়ী, একটি প্রাইভেট হাসপাতালে ভরতি ছিলেন সুলোচনা ৷ চিকিৎসা চলাকালীন সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ মারাঠি ছবির জগতেও তিনি ভীষণ পরিচিত নাম ৷ 'সাসুরওয়াস', 'ওহিনিচ বঙ্গদ্যা', 'মিঠ ভাকর', 'সাংতে আইকা', 'ধাক্তি জাউ'-এর মতো প্রায় 50টি ছবিতে অভিনয় করেছিলেন সুলোচনা ৷ 1928 সালের 30 জুলাই জন্ম এই বিখ্যাত অভিনেত্রীর ৷ আর তাঁর অভিনয় জীবনের সূত্রপাত 1946 সালে ৷

তাঁর হিন্দি ছবির তালিকায় রয়েছে ‘জব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, ‘দুনিয়া’, ‘আমির গরীব’, ‘বাহারোঁ কে সপনে’, ‘কাটি পতং’, ‘মেরে জীবন সাথী’, ‘পেয়ার মহব্বত’, ‘দুনিয়া’, ‘জনি মেরা নাম’, ‘জনি মেরা নাম’-এর মতো অসংখ্য় ছবি ৷ অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, নূতন, আশা পারেখ, ওয়াহিদা রেহমান, জিনাত আমান, ঋষি কাপুরের মতো বহু অভিনেতার অনস্ক্রিন মা ছিলেন তিনি ৷

1999 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত এই অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদিও ৷ টুইটারে তিনি লেখেন,"সুলোচনাজীর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতে এক বিরাট শূন্যতা তৈরি হল । তাঁর অবিস্মরণীয় অভিনয় আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে ৷ প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের কাছে তিনি এক প্রিয়জন। তাঁর চলচ্চিত্রের উত্তরাধিকার তাঁর কাজের মাধ্যমে বেঁচে থাকবে । তাঁর পরিবারের প্রতি সমবেদনা । ওম শান্তি ।"

আরও পড়ুন:'ছোটা ভাই হ্যায় মেরা', ইব্রাহিমকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন সারা ; 'সব নাটক' কটাক্ষ নেটিজেনদের

অন্যদিকে মাললয়াম অভিনেতা কোলালাম সুধির মৃত্যু হয় সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, 39 বছর বয়সি এই অভিনেতার গাড়িতে ছিলেন আরও তিন মিমিক্রি আর্টিস্ট উল্লাস, বিনু এবং মহেশ ৷ চোট পেয়েছেন তাঁরাও ৷ ঘটনাটি ঘটে কেরলের কাইপামঙ্গলমের কাছে ৷ এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঠিকই তবে শেষ রক্ষা হয়নি ৷ তাঁর সঙ্গে গাড়িতে থাকা তিন শিল্পী এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৷ 2015 সালে রূপোলি পর্দায় পা রাখেন এই শিল্পী ৷ বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তিনি জনপ্রিয় নাম ৷

ABOUT THE AUTHOR

...view details