মুম্বই, 5 জুন: বিনোদন জগতের অনুরাগীদের জন্য় সামনে এল ফের দু'টি বড় দুসংবাদ ৷ গতকাল এসেছিল বর্ষীয়াণ অভিনেত্রী সুলোচনা লতকরের প্রয়াণের খবর ৷ আর সোমবার সকালে গাড়ি দূর্ঘটনায় প্রয়াত দক্ষিণী অভিনেতা কোলালাম সুধি ৷ প্রায় 250টিরও বেশি হিন্দি ছবিতে কাজ করেছেন সুলোচনা ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 94 বছর ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ অন্যদিকে কোলালামের মৃত্যুকালে বয়স হয়েছিল 39 বছর ৷
খবর অনুযায়ী, একটি প্রাইভেট হাসপাতালে ভরতি ছিলেন সুলোচনা ৷ চিকিৎসা চলাকালীন সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ মারাঠি ছবির জগতেও তিনি ভীষণ পরিচিত নাম ৷ 'সাসুরওয়াস', 'ওহিনিচ বঙ্গদ্যা', 'মিঠ ভাকর', 'সাংতে আইকা', 'ধাক্তি জাউ'-এর মতো প্রায় 50টি ছবিতে অভিনয় করেছিলেন সুলোচনা ৷ 1928 সালের 30 জুলাই জন্ম এই বিখ্যাত অভিনেত্রীর ৷ আর তাঁর অভিনয় জীবনের সূত্রপাত 1946 সালে ৷
তাঁর হিন্দি ছবির তালিকায় রয়েছে ‘জব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, ‘দুনিয়া’, ‘আমির গরীব’, ‘বাহারোঁ কে সপনে’, ‘কাটি পতং’, ‘মেরে জীবন সাথী’, ‘পেয়ার মহব্বত’, ‘দুনিয়া’, ‘জনি মেরা নাম’, ‘জনি মেরা নাম’-এর মতো অসংখ্য় ছবি ৷ অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, নূতন, আশা পারেখ, ওয়াহিদা রেহমান, জিনাত আমান, ঋষি কাপুরের মতো বহু অভিনেতার অনস্ক্রিন মা ছিলেন তিনি ৷