পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Varun Dhawan: 'সিতাদেল' এর শ্যুটিংস্পটে ব্যাট হাতে বরুণ, হাঁকালেন চার-ছক্কা - বলি তারকা বরুণ ধাওয়ান

শ্যুটিংস্পটে অন্য ছন্দে ধরা দিলেন বলি তারকা বরুণ ধাওয়ান (Varun Dhawan Turns Cricketer) ৷ বলকে পাঠালেন বাউন্ডারিতে ৷ নৈনিতালে সেই খেলার ছবি নায়ক পোস্ট করলেন সোশাল মিডিয়ায় ৷

Varun Dhawan
বলি তারকা বরুণ

By

Published : Mar 6, 2023, 1:41 PM IST

নৈনিতাল, 5 মার্চ: বরুণ ধাওয়ান ভালোই জানেন কীভাবে তাঁর কাজের সময়সূচিকে বিনোদনমূলক করতে হয়। তাই তো বদলাপুর তারকা, যিনি বর্তমানে তাঁর ডেবিউ ওয়েব সিরিজ 'সিতাদেল'-এর শ্যুটিংয়ের জন্য নৈনিতালে রয়েছেন তাঁর অবসর সময়ে ক্রুদের সঙ্গে একটি ক্রিকেট সেশন খেললেন। হাঁকালেন ছক্কা, চার ৷ তাঁর এই ব্যাটিংয়ের মুহুর্ত শেয়ার করলেন সোশাল মিডিয়ায় (Varun Dhawan Turns Cricketer) ৷ কালো শর্টস পরে একটি নীল টি-শার্ট পরা, বরুণকে দেখা গেল একেবারে অন্যছন্দে ৷

'সিতাদেল'-এর নেপথ্যে রয়েছে তৈরি করেছেন রাজ নিদিমোরু এবং কৃষ্ণা ডিকে। এটি একই নামের রুশো ব্রাদার্স সিরিজের একটি ভারতীয় রূপান্তর ৷ বরুণ ধাওয়ান এই প্রথম ওটিটিতে আত্মপ্রকাশ করছেন ৷ উচ্ছ্বসিত, তাঁর আসন্ন ওয়েব সিরিজ নিয়ে বলেছিলেন, "প্রাইম ভিডিয়ো আমার কাছে বাড়ির মতো, এবং আমি সকল চরিত্রের সঙ্গে কাজ করে যে এক নতুন যাত্রা শুরু করেছি তাতে খুব আনন্দিত ৷ সিতাদেল একটি ব্যতিক্রমী উত্তেজনাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি ৷ দিন কয়েক আগে প্রিয়াঙ্কা চোপড়া তাঁর এই আসন্ন ওয়েব সিরিজ সিতাদেলের প্রথম ছবি শেয়ার করেছিলেন ৷ যেখানে তিনি নাদিয়া সিন নামে একজন গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন।

আরও পড়ুন:দিদি তাঁর 'ফরএভার পার্টনার', জাহ্নবীর জন্মদিনে খুশির বার্তা

সিরিজটিতে রিচার্ড ম্যাডেন, লেসলি ম্যানভিল এবং স্ট্যানলি টুকিও অভিনয় করেছেন ৷ 28 এপ্রিল এর প্রথম দু'টি পর্বের প্রিমিয়ার হবে। প্রিয়াঙ্কাও ইনস্টাগ্রামে এই ওয়েব সিরিজের এক শেয়ার করা ছবিতে, এক লাল রংয়ের পোশাকে কারও দিকে বন্দুক তাক করে রয়েছেন ৷ পরে, তাঁকে রিচার্ডের চরিত্রের সঙ্গে একসঙ্গে হতে দেখা যায় যখন তাঁরা একটি মিশনে বেরোন ৷ রিচার্ড এবং প্রিয়াঙ্কা হল গুপ্তচর যারা সিতাদেলের জন্য কাজ করে, এমন একটি সংস্থা যা কোনও দেশের সঙ্গে আবদ্ধ নয়। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের মতে, স্পাই থ্রিলার শুরু হয় সিতাদেলের পতনের পরে ৷ প্রিয়াঙ্কা জানান, বাস্তব জীবনে চরিত্র তার থেকে একেবারেই আলাদা।

ABOUT THE AUTHOR

...view details