পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Tribute to Lata-Sandhya-Bappi: মুম্বই-কলকাতার শিল্পী সমাবেশে শহরে লতা-সন্ধ্যা-বাপ্পি স্মরণ - সন্ধ্যা মুখোপাধ্যায়

মুম্বই ও কলকাতার এক ঝাঁক শিল্পী সমাবেশে শহরে লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ীর স্মরণে দু'দিনব্যাপী হল সঙ্গীতানুষ্ঠান (Tribute to Lata-Sandhya-Bappi)৷

Tribute to Lata Mangeshkar, Sandhya Mukhopadhyay, Bappi Lahiri in Kolkata
মুম্বই-কলকাতার শিল্পী সমাবেশে শহরে লতা-সন্ধ্যা-বাপ্পি স্মরণ

By

Published : May 26, 2022, 2:49 PM IST

কলকাতা, 26 মে: 'সালকিয়া পঞ্চম কালচারাল অ্যাসোসিয়েশন'-এর উদ্যোগে দু'দিনব্যাপী সঙ্গীতানুষ্ঠান হয়ে গেল শহরে । লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ীর মতো তিন কিংবদন্তিকে হারিয়েছে সঙ্গীত তথা বিনোদন দুনিয়া । তাঁদের স্মরণেই অনুষ্ঠিত হল এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান (Tribute to Lata-Sandhya-Bappi)।

এ দিন লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ীর স্মরণে হাওড়ার শরৎ সদনে সঙ্গীত পরিবেশন করেন মুম্বইয়ের খ্যাতনামা সঙ্গীত শিল্পী বিনোদ রাঠোড়, অনুপমা দেশপাণ্ডে । কলকাতার শিল্পীদের মধ্যে ছিলেন গৌতম ঘোষ, ইন্দ্রাণী সেন, মিস জোজো, অমিত গঙ্গোপাধ্যায়, ঝুমকি সেন, অদ্রিজা চক্রবর্তী, মাধুরী, অম্বালিকা, প্রবীর দাস । সমগ্র অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন সুব্রত সিনহা, সহযোগিতায় রূদ্র সেন ।

দু'দিনব্যাপী হল সঙ্গীতানুষ্ঠান

আরও পড়ুন:BAFTA 2022 pays homage to Lata Mangeshkar: স্মরণীয় তালিকায় লতা মঙ্গেশকর, শ্রদ্ধাজ্ঞাপন বাফটার

প্রথম দিন লতা মঙ্গেশকরের স্মরণে সঙ্গীত পরিবেশন করেন অনুপমা দেশপাণ্ডে । তাঁর কন্ঠে 'বাহো মেঁ চলে আও', 'অ্যায় মেরে ওয়াতন কে লোগো', ইন্দ্রাণী সেনের কন্ঠে 'মা গো মা ফুল নাও', 'বাইয়া না ধরো', ঝুমকি সেনের কণ্ঠে 'আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের' এবং প্রবীর দাসের কণ্ঠে 'ও ডাফলিওয়ালে' গানগুলি পরিবেশিত হয় এ দিন । অমিত গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে 'মেরে ন্যায়না শাওয়ান ভাদোঁ' এবং লতাজির সুরে কিশোর কুমারের গাওয়া গান 'আমি নেই' গানটি পরিবেশিত হয় ।

মুম্বই-কলকাতার শিল্পী সমাবেশ

দ্বিতীয় দিনে বিনোদ রাঠোড় বাপ্পি লাহিড়ী স্মরণে পরিবেশন করেন 'ন্যায়নো মে সপনা', 'প্যায়ার মাঙ্গা হ্যায় তুমহি সে'। জোজো নিবেদন করেন 'রাম্বা হো', 'উরি উরি বাবা'। ঝুমকি সেনের কণ্ঠে 'রাত বাকি বাত বাকি', 'তুমি আমার নয়ন গো', গৌতম ঘোষের কণ্ঠে 'এই তো জীবন', মাধুরী দের কন্ঠে 'জওয়ানি জানেমন' উল্লেখযোগ্য ।

শহরে লতা-সন্ধ্যা-বাপ্পি স্মরণ

আরও পড়ুন:Dadagiri Special Episode: 'দাদাগিরি'র মঞ্চে এবার সন্ধ্যা, লতা, বাপ্পি স্মরণ

সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্মরণে অদ্রিজা চক্রবর্তীর কণ্ঠে 'মধু মালতী ডাকে আয়', 'এ শুধু গানের দিন' বাঙালি শ্রোতার চোখে এ দিন জল এনে দেয় ।

ABOUT THE AUTHOR

...view details