পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Tollywood Jamai Shasthi Special: জামাইষষ্ঠীর ভূরিভোজে মেতে উঠেছেন নব্য বিবাহিত টলি-তারকারা - নতুন বিবাহিত টলিউড তারকারা

চলতি বছর একাধিক টলিউড তারকা আবদ্ধ হয়েছেন বিয়ের সম্পর্কে । ফলত এই বছর তাঁদের জামাইষষ্ঠী একটু স্পেশ্যাল । এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন টলিউড তারকা জামাইষষ্ঠীর ভূরিভোজে মেতে উঠেছেন ।

Etv Bharat
Etv Bharat

By

Published : May 25, 2023, 10:42 AM IST

কলকাতা, 25 মে: বাঙালির বারো মাসে তেরো পার্বন। আর সেই পার্বনের অন্যতম জামাই ষষ্ঠী। টলিপাড়ায় চলতি বছর প্রথম জামাই ষষ্ঠী পালন করেন একঝাঁক তারকা জুটি। সুদীপ্তা-সৌম্য, মিষ্টি-রেমো, সুদীপ্তা-স্বর্ণ শেখর থেকে মোহর-দুর্নিবার।

গত 1 মে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় । টেলিপাড়ার অতি পরিচিত মুখ সুদীপ্তা গাঁটছড়া বেঁধেছেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর ছেলে তথা তৃণমূলের যুবনেতা সৌম্য বক্সীর সঙ্গে। সোশাল মিডিয়ায় গায়ে হলুদ থেকে বিয়ে, ভাত-কাপড়ের ছবি থেকে গ্র্যান্ড রিসেপশন একের পর এক ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন টলি তারকা। নবদম্পতিকে আর্শীবাদ দিতে উপস্থিত হয়েছিলেন মু অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ আরও অনেকে । নিমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রীও । নবদম্পতির জন্য শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

18 মে বিয়ের পিঁড়িতে বসেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি সিং। দীর্ঘদিনের প্রেমিক রেমো দাসের গলাতেই মালা দিয়েছেন আঁচল খ্যাত অভিনেত্রী। নবদম্পতিকে আশীর্বাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মিষ্টি বিয়েতে বেছে নিয়েছিলেন লাল রঙের লেহেঙ্গা । রেমো পরেছিলেন অফ হোয়াইট এবং লালের কম্বিনেশনে তৈরি শেরওয়ানি। তার সঙ্গে লাল রঙের মালা পরেছিলেন তিনি। মিষ্টি সিং একাধিক ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন । কিছুদিন আগেও আলতা ফড়িং ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে।

মার্চে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা ও মোহর সেন। মীনাক্ষী মুখোপাধ্যায়কে বিয়ের দু-বছরের মধ্যেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন দুর্নিবার । তা নিয়ে অনেক কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল তাঁকে । তবে কথাতেই আছে, শেষ ভালো যার সব ভালো তার । অবশেষে, 9 মার্চ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক মোহরের সঙ্গে চার হাত এক হয়েছে দুর্নিবারের ।

আরও পড়ুন: ইলিশকে ছাপিয়ে গেল চিংড়ি, দেখে নিন জামাই ষষ্ঠীর বাজারদর

গত ডিসেম্বরেই আইনি বিয়ে সেরেছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং পরিচালক-অভিনেতা স্বর্ণ শেখর জোয়ারদার। চলতি বছরের জানুয়ারিতে ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েছেন টেলিভিশনের অতি পরিচিত মুখ সুদীপ্তা। 'ইষ্টিকুটুম' ধারাবাহিকে রণিতার জায়গায় 'বাহামণি' হয়েছিলেন তিনি। পার্থসারথী জোয়ারদারের পুত্র স্বর্ণ শেখরের সঙ্গে 14 বছর প্রেম পর্ব পেড়িয়ে নতুন জীবন শুরু করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ।

ABOUT THE AUTHOR

...view details