পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

The Diary of West Bengal: 'বাংলাকে অপমান করা উদ্দেশ্য নয়, গবেষণা করে সত্য তুলে ধরেছি'; দাবি পরিচালক সনোজের - সনোজ মিশ্র

বাংলাকে অপমান করা তাঁর উদ্দেশ্য নয় ৷ বরং গবেষণা করে তিনি সত্য তুলে ধরেছেন তাঁর ছবি দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলে ৷ কলকাতা পুলিশের নোটিশ পাওয়ার পর এমনই দাবি করলেন ছবির পরিচালক সনোজ মিশ্র ৷

The Diary of West Bengal
The Diary of West Bengal

By

Published : May 26, 2023, 1:47 PM IST

Updated : May 26, 2023, 4:30 PM IST

কলকাতা, 26 মে: 'দ্য কেরালা স্টোরি' নিয়ে বিতর্কের মাঝেই এ বার বাংলার রাজনীতিে নয়া বিতর্কের জন্ম দিল আসন্ন হিন্দি ছবি 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ৷ এই ছবির মাধ্যমে পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করা হয়েছে, এই অভিযোগে ইতিমধ্যেই ছবির পরিচালক সনোজ মিশ্রকে তলব করেছে কলকাতা পুলিশ ৷ তাঁকে আগামী 30 মে হাজিরা দিতে বলা হয়েছে ৷ তবে পরিচালকের দাবি, বাংলাকে অপমান করা তাঁর উদ্দেশ্য নয় ৷ ভালোভাবে গবেষণার পরই এই ছবিতে প্রকৃত সত্য তুলে ধরা হয়েছে বলে দাবি করেছেন সনোজ মিশ্র ৷

তিনি এ দিন বলেন, 2 বছর আগে থেকে তিনি বাংলার সমস্যাগুলি নিয়ে গবেষণা শুরু করেছিলেন ৷ তাঁর দাবি, বাংলার সামাজিক ব্যবস্থা কীভাবে ভেঙে পড়েছে, কীভাবে বেকারত্ব বাড়ছে সেটাই তিনি তাঁর ছবিতে তুলে ধরেছেন ৷ তুষ্টিকরণের রাজনীতির জন্যই বাংলায় এ সব হচ্ছে বলে অভিযোগ তাঁর ৷ তিনি যাবতীয় তথ্য ও প্রমাণের ভিত্তিতেই ছবিটি তৈরি করেছেন বলে দাবি করেছেন সনোজ মিশ্র ৷

তাঁর অভিযোগ, এই ছবি তৈরি করার জন্য তাঁর বিরুদ্ধে এমন ধারা আনা হয়েছে যাতে মনে হচ্ছে তিনি বড় অপরাধী ৷ তাঁর কথায়, "আমি আইনের উপর ভরসা রাখি ৷ বাংলার পুলিশ চাইছে আমাকে গ্রেফতার করতে ৷ জেলে আমার সঙ্গে অনেক কিছু করা হতে পারে ৷" এই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি ৷ তাঁর দাবি, কোনও রাজনৈতিক ফায়দা লোটার জন্য তিনি এই ছবি করেননি ৷ তিনি একজন পরিচালক ৷ আর বাংলার সঙ্গে তাঁর কোনও শত্রুতা নেই, তাই তিনি বাংলার ভাবমূর্তি খারাপ করতে চেয়েছেন, এই অভিযোগ সঠিক নয় ৷

8 এপ্রিল এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে ৷ জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী প্রযোজিত এই ছবিতে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি কলুষিত করার অভিযোগে ছবির পরিচালক সনোজ মিশ্রকে সিআরপিসি 41 (এ) ধারায় নোটিশ পাঠিয়েছে লালবাজার ৷ আগামী 30 মে আমহার্স্ট স্ট্রিট থানায় তাঁকে হাজির হতে বলা হয়েছে ৷ এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি (উত্তর) তরুণ হালদার ইটিভি ভারতকে জানান, "একজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আমরা আমহার্স্ট স্ট্রিট থানায় একটি এফআইআর দায়ের করেছি । তদন্ত চলছে ।"

ট্রেলারটি মুক্তি পাওয়ার পর থেকে এই কয়েকদিনে প্রায় আড়াই লাখ দর্শক এটি দেখে ফেলেছেন ৷ ট্রেলারে বলা হয়েছে, স্বাধীনতা লাভের আগে ভারতের গর্ব ছিল পশ্চিমবঙ্গ ৷ কিন্তু বর্তমানে তুষ্টিকরণের রাজনীতির কারণে সেই বাংলা জ্বলছে ৷ ভোটব্যাংকের দিকে তাকিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে প্রাধান্য দেওয়া হচ্ছে ৷ বাংলা এখন দ্বিতীয় কাশ্মীর হয়ে উঠেছে বলেও দাবি করা হয়েছে ট্রেলারে ৷ ট্রেলারে আনা হয়েছে রোহিঙ্গা ও এনআরসি-র মতো বিতর্কিত বিষয়ও ৷

আরও পড়ুন:পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা, পরিচালক সনোজকে তলব লালবাজারের

Last Updated : May 26, 2023, 4:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details