কলকাতা, 26 মে: 'দ্য কেরালা স্টোরি' নিয়ে বিতর্কের মাঝেই এ বার বাংলার রাজনীতিে নয়া বিতর্কের জন্ম দিল আসন্ন হিন্দি ছবি 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ৷ এই ছবির মাধ্যমে পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করা হয়েছে, এই অভিযোগে ইতিমধ্যেই ছবির পরিচালক সনোজ মিশ্রকে তলব করেছে কলকাতা পুলিশ ৷ তাঁকে আগামী 30 মে হাজিরা দিতে বলা হয়েছে ৷ তবে পরিচালকের দাবি, বাংলাকে অপমান করা তাঁর উদ্দেশ্য নয় ৷ ভালোভাবে গবেষণার পরই এই ছবিতে প্রকৃত সত্য তুলে ধরা হয়েছে বলে দাবি করেছেন সনোজ মিশ্র ৷
তিনি এ দিন বলেন, 2 বছর আগে থেকে তিনি বাংলার সমস্যাগুলি নিয়ে গবেষণা শুরু করেছিলেন ৷ তাঁর দাবি, বাংলার সামাজিক ব্যবস্থা কীভাবে ভেঙে পড়েছে, কীভাবে বেকারত্ব বাড়ছে সেটাই তিনি তাঁর ছবিতে তুলে ধরেছেন ৷ তুষ্টিকরণের রাজনীতির জন্যই বাংলায় এ সব হচ্ছে বলে অভিযোগ তাঁর ৷ তিনি যাবতীয় তথ্য ও প্রমাণের ভিত্তিতেই ছবিটি তৈরি করেছেন বলে দাবি করেছেন সনোজ মিশ্র ৷
তাঁর অভিযোগ, এই ছবি তৈরি করার জন্য তাঁর বিরুদ্ধে এমন ধারা আনা হয়েছে যাতে মনে হচ্ছে তিনি বড় অপরাধী ৷ তাঁর কথায়, "আমি আইনের উপর ভরসা রাখি ৷ বাংলার পুলিশ চাইছে আমাকে গ্রেফতার করতে ৷ জেলে আমার সঙ্গে অনেক কিছু করা হতে পারে ৷" এই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি ৷ তাঁর দাবি, কোনও রাজনৈতিক ফায়দা লোটার জন্য তিনি এই ছবি করেননি ৷ তিনি একজন পরিচালক ৷ আর বাংলার সঙ্গে তাঁর কোনও শত্রুতা নেই, তাই তিনি বাংলার ভাবমূর্তি খারাপ করতে চেয়েছেন, এই অভিযোগ সঠিক নয় ৷