পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sunny Deol: 300 কোটির ক্লাবে 'গদর 2', সামনে এল ছেলের ছবির মুক্তির তারিখও; খোশমেজাজে সেলিব্রেশন সানির - সানি দেওল

Rajveer Deol Dono Release Date: একদিকে তাঁর ছবি ঢুকে পড়ল 300 কোটির ক্লাবে ৷ আর অন্যদিকে সামনে এল তাঁর ছেলের ছবির মুক্তি তারিখ ৷ দু'টি বড় খবর নিয়ে অনুরাগীদের সামনে হাজির সানি ৷

Pic Sunny Deol Instagram
সানির ছেলে রাজবীরের নতুন ছবি

By

Published : Aug 19, 2023, 6:05 PM IST

হায়দরাবাদ, 19 অগস্ট:ক্লাউড নাইনেসানি দেওল ৷ আর হবেন নাই বা কেন ৷ একেই তো তাঁর নটুন ছবি বক্স অফিসে বলিউডের খানদের বলে বলে গোল দিয়েছে ৷ ইতিমধ্যেই 300 কোটি পার করেছে তাঁপর নতুন ছবি 'গদর 2' ৷ আর অন্যদিকে তাঁর পুত্র রাজবীরেরও অভিষেক হতে চলেছেন বড় পর্দায় ৷ শনিবার সামনে এল সেই ছবির মুক্তির দিনক্ষণও ৷ তাই সানি পাজির জন্য পুরোটাই যাকে বলে 'ডাবল ধামাকা' ৷

সানি-আমিশার 'গদর 2' ছবিটি মাত্র 8 দিনে অতিক্রম করেছে 300 কোটির গণ্ডি ৷ আর তাই দুবাইতে সেলিব্রেশনে মেতে উঠতে দেখা গেল অভিনেতাকে ৷ ছিলেন আমিশাও ৷ এদিন একটি বিশেষ কেকেরও ব্যবস্থা করেছিলেন নির্মাতারা ৷ সকলে মিলে কেক কেটে তাঁরা উদযাপন করলেন নতুন ছবির এই সাফল্য ৷ একেই বোধহয় বলে বুড়ো হাড়ে ভেলকি ৷ 2001 সালে অনিল শর্মার হাত ধরে মুক্তি পেয়েছিল হিন্দি সিনেমার অন্যতম কাল্ট ছবি 'গদর: এক প্রেম কথা' ৷ ধীরে ধীরে কুয়াশার মতো ঝাপসা হয়ে গিয়েছিল সেই স্মৃতি ৷ আবার সেই ওল্ড স্কুল অ্যাকশন স্টারই মাতালেন বলিউড ৷ হয়ে উঠলেন ত্রাতা ৷

অন্যদিকে দেওল পরিবারের আরও এক সদস্য আগামীতে অভিষেক করতে চলেছেন বলিউডে ৷ এর আগে করণ দেওলও হিন্দি ছবিতে কাজ করেছেন ৷ এবার আসছেন রাজবীর দেওল ৷ তাঁর আসন্ন ছবি 'দোনো' মুক্তি পেতে চলেছে আগামী 5 অক্টোবর ৷ আজ ছেলের সিনেমার একটি নতুন পোস্টার শেয়ার করলেন সানি দেওল নিজেও ৷

আরও পড়ুন:সানি অক্ষয়ের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে প্রথম দিনে ঘায়েল অভিষেকের 'ঘুমর'

'দোনো' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অবিনাশ বরজাতিয়া ৷ ছবিতে রাজবীরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন পালোমা ৷ দু'জনেই বলিউডে নতুন মুখ ৷ স্বাভাবিকভাবে এই ছবির উপর অনেকাংশে নির্ভর করবে তাঁদের ভবিষ্যত ৷ সবমিলিয়ে সানি-পুত্রও বাবার মতো সাফল্য পান কি না, সেটাই এখন দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details