হায়দরাবাদ, 12 এপ্রিল:কিং খান কন্যা সুহানা এখন তৈরি হচ্ছেন তাঁর বলিউড অভিষেকের জন্য ৷ আগামী দিনে জোয়া আখতারের নতুন নেটফ্লিক্স প্রজেক্ট 'দ্য় আর্চিস'-এর হাত ধরে পর্দায় আসতে চলেছেন তিনি ৷ কিন্তু তার আগেই ফের নেপোটিজম সংক্রান্ত বিতর্ক উসকে দিল একটি ঘটনা ৷ শাহরুখ কন্যাকে সম্প্রতি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বেছে নিয়েছে বিদেশি বিউটি ব্র্যান্ড 'মেবিলাইন' ৷ আর এই ঘটনার পর থেকেই সোশাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে চর্চা ৷
পাপারাৎজির তরফে সম্প্রতি সামনে এসেছে শাহরুখ কন্য়ার কিছু ছবি ৷ স্টেজে দেখা গিয়েছে তাঁকে এই সুযোগ দেওয়ায় অভিভূত সুহানা ৷ আর সেই ছবি সামনে আসতেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায় ৷ স্টারকিডদের নিয়ে এই প্রথম নয় এর আগেও বহুবার সরব হয়েছে নেটপাড়া ৷ এদিন একজন ব্য়বহারকারী লেখেন, "কোন কঠিন পরিশ্রমটা উনি করেছেন যে উনি এই বিউটি প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ৷ দেখে মনে হচ্ছে এসআরকেই যেন মেবিলাইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ৷ ওঁর তো এখনও একটা ছবি কিংবা কোনও গানও মুক্তি পায়নি ৷ আর হঠাৎ তিনি নাকি হয়ে গেলেন মেবিলাইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ৷ এটা সত্য়ি দারুণ পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত !"