পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

প্রভাসের খুনসুটি! 'সালার' মুক্তির আগে রাজামৌলির প্রশ্নবাণের মুখোমুখি 'বাহুবলী' - এসএস রাজামৌলি

SS Rajamoul's interview with Prabhas: বছর শেষে মুক্তির অপেক্ষায় 'সালার' ৷ চমক ছবির প্রোমোশনে ৷ প্রভাস, প্রশান্ত নীল ও পৃথ্বীরাজ সুকুমরনের সাক্ষাৎকার নিলেন পরিচালক এসএস রাজামৌলি ৷ ছোট্ট ভিডিয়ো সামনে আসতেই নিমেষে ভাইরাল ৷

Etv Bharat
'সালার' টিমের সাক্ষাৎকারে রাজামৌলি

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 8:58 PM IST

হায়দরাবাদ, 17 ডিসেম্বর:মুক্তির আগে প্রোমোশনেই বাজিমাতের ছক 'সালার' টিমের ৷ ছবির টিকিট কেনার পর এবার ছবির অভিনেতাদের অভিনব সাক্ষাৎকার নিলেন বিশ্ববিখ্যাত পরিচালক এসএস রাজামৌলি ৷ প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মসের তরফে রবিবার প্রকাশ্যে আনা হয়েছে প্রোমোশনাল ভিডিয়ো ৷ যেখানে পরিচালকের প্রশ্নের জবাব দিচ্ছেন প্রশান্ত নীল, প্রভাস ও পৃথ্বীরাজ সুকুমারন ৷ ছোট্ট সেই ক্লিপিংস প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা ৷

প্রায় এক মিনিটের সেই ভিডিয়ো ক্লিপিংসে রাজামৌলির নেওয়া এক্সক্লুসিভ ভিডিয়ো সালার টিমের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে সোশাল মিডিয়ায় ৷ টিজারে দেখা গিয়েছে, পরিচালক রাজামৌলি প্রশান্ত নীলের কাছ থেকে জানতে চান কেজিএফ ও সালার ছবির মধ্যে অন্যতম কানেকশন কী? প্রশান্ত ঘুরিয়ে এই প্রশ্নের জবাব দিতেই রাজামৌলিকে বলতে শোনা যায়, "তুমি আমাকে হতাশ করলে ৷"

ভিডিয়োয় দেখা যায়, বাহুবলী পরিচালক যখন চলচ্চিত্রের নাটকীয় উপাদান সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন পৃথ্বীরাজ হেসে প্রশান্তের স্ক্রিপ্টের খসড়া না-থাকার কথা জানান ৷ এরপর প্রভাস নানা কথার মাঝে জানতে চান কবে হবে 'বাহুবলী 3' ৷ রাজামৌলি এবং সালার টিমের পুরো সাক্ষাৎকারটি 19 ডিসেম্বর হোমবেল ফিল্মসের ইউটিউব চ্যানেলে দেখানো হবে বলে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, শনিবারই মাইথ্রি মুভি মেকার্স তেলুগু ফিল্ম ডিস্ট্রিবিউশন হাউসের তরফে সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করা হয়েছিল ৷ পোস্টে জানানো হয়েছিল এসএস রাজামৌলি নিজামের শহরে সালার ছবির উদ্বোধনী টিকিট কেটেছেন ৷ সকাল 7টার শো'য়ের টিকিট কেটেছেন তিনি ৷ সেই টিকিট হাতে রাজামৌলির সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারন, প্রশান্ত নীল ও মাইথ্রি মুভি মেকার্সের নবীন ইয়ারনেনিকে ৷ সেই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "পাশে এস এস রাজামৌলি, দ্য প্রাইড অফ ইন্ডিয়ান সিনেমা এবং তাঁর হাতে ভারতের বিগেস্ট অ্যাকশন ফিল্ম সালার ছবির টিকিট নিজাম শহরের জন্য সকাল 7টার টিকিট বুক করা হল ৷"

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে 'সালার পার্ট ওয়ান–সিজফায়ার' ছবির অ্যাডভান্স টিকিট বুকিং ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, ভারতে প্রথম দিনে 'সালার' ছবির অ্যাডভান্স টিকিট বুকিং ছাড়িয়ে গিয়েছে 1 লক্ষ ৷ অন্যদিকে, একই দিনে মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' ৷ চলতি বছর পরপর দুটি ব্লকব্লাস্টার হিট দিয়েছেন শাহরুখ খান ৷ বছর শেষে তিন নম্বর ছবি সুপারহিট হয় কি না, সেটাই এখন দেখার ৷ সবমিলিয়ে 21 ডিসেম্বর জোর প্রতিযোগিতা হতে চলেছে 'সালার' ভার্সেস 'ডাঙ্কি'র ৷

আরও পড়ুন:

1. প্রভাস-পৃথ্বীরাজের পাশে এসএস রাজামৌলি, 'সালার' ছবির প্রথম টিকিট কেটে ফ্রেমবন্দি তিন তারকা

2.বড় পর্দায় শাহেনশার জীবনী? রবি তেজার নতুন ছবির ঘোষণা ঘিরে জোর জল্পনা

3.বড়দিনে জোর টক্কর, দেশে অগ্রিম বুকিংয়ে শাহরুখের ডাঙ্কির থেকে সামান্য এগিয়ে প্রভাসের সালার

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details