নিউদিল্লি, 10 সেপ্টেম্বর: আন্তর্জাতিক মঞ্চে আগেই এসএস রাজামৌলির 'আরআরআর' প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে ৷ এবার সেই ছবির প্রশংসা শোনা গিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্টের মুখে ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে লুইজ ইনাসিও লুলা দা সিলভা আরআরআর ছবির মজার দৃশ্য ও নাচের প্রশংসা করেছেন ৷ সেই ভিডিয়ো রবিবার সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন পরিচালক রাজামৌলি ৷ প্রকাশ করেন নিজের আনন্দ-উচ্ছ্বাস ৷
2022 সালের ব্লকব্লাস্টার হিট ছবি 'আরআরআর' ৷ রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি বক্সঅফিসে ইতিহাস তৈরি করে ৷ মুকুটে আসে অস্কারের মতো সম্মানও ৷ সেই ছবির প্রশংসা ব্রাজিলের প্রেসিডেন্টের মুখে শুনে আনন্দিত পরিচালক রাজামৌলি ৷ তিনি এক্স (টুইটার)-এ বলেন, "স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশংসার জন্য ৷ এটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো বিষয় ৷ যেখানে আপনি ভারতীয় সিনেমার কথা বলছেন এবং আরআরআর উপভোগ করেছেন ৷ আমাদের গোটা কলাকুশলী সত্যিই খুব আনন্দিত ৷ আশা করি আপনি আমাদের দেশে খুব ভালো সময় কাটিয়েছেন ৷"
সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত জি20 সামিটে উপস্থিত হয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ৷ সেখানেই এক অনলাইন পোর্টালে সাক্ষাৎকার দেন তিনি ৷ তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ভারতীয় কোন সিনেমা দেখে তাঁর ভালো লেগেছে ৷ জবাবে লুলা বলেন, "আরআরআর ৷ এটা তিন ঘণ্টার ফিচার ফিল্ম ৷ এতে অনেক মজাদার দৃশ্য রয়েছে এবং নাচও খুব সুন্দর ৷ ছবিতে ভারতে ব্রিটিশ শাসনকাল নিয়ে গভীর সমালোচনা করা হয়েছে ৷"