হায়দরাবাদ, 30 অগস্ট: সুপারস্টার শাহরুখ খানের ছবি জওয়ান 7 সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে ৷ ছবির মুক্তির আগে নির্মাতারা বুধবার তামিলনাড়ুর চেন্নাইতে জাওয়ানের প্রি-রিলিজ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন । প্রচারমূলক এই ইভেন্টে জওয়ানের কলাকুশলীরা উপস্থিত হন ৷ সেখানেই দেখানো হয় কিংবদন্তি দক্ষিণী অভিনেতা কমল হাসানের একটি ভিডিয়োবার্তা ৷ সেখানে এসআরকে-কে তাঁর আসন্ন ফিল্মের জন্য শুভেচ্ছা জানিয়েছেন কমল হাসান ।
শাহরুখ খান এবং কমল হাসানের বন্ডিং কয়েক দশক পুরনো ৷ তাঁরা 2000 সালে মুক্তিপ্রাপ্ত হে রাম-এ একসঙ্গে কাজ করেছেন । জওয়ানের প্রি-রিলিজ ইভেন্টে কমল হাসান বলিউডের বাদশা শাহরুখ খানের ভূয়সী প্রশংসা করেন । প্রবীণ অভিনেতা টিম জওয়ানের দারুণ সাফল্য কামনা করে বলেছেন যে, তিনি আশা করছেন এই ছবি শাহরুখের আগের ছবি পাঠানের থেকে আরও বড় ব্লকবাস্টার হয়ে উঠুক ৷