হায়দরাবাদ, 20 সেপ্টেম্বর: গণেশ পুজো নিয়ে মাতোয়ারা বি-টাউনের সেলেব মহল ৷ ইতিমধ্যেই ইনস্টাগ্রাম ছেয়ে গিয়েছে গণপতির পুজোর নানান ঝলকে ৷ সলমন, শাহরুখ সকলের বাসভবনেই আয়োজিত হয়েছে গণেশ পুজো ৷ তবে মঙ্গলবার মুকেশ আম্বানি আয়োজিত গণেশ চতুর্থীর উৎসবে হাজির হল গোটা বি-টাউন ৷
উপস্থিত ছিলেন শাহরুখ খান ও তাঁর পরিবার ৷ শুধু তাই নয়, তাঁর নতুুন ছবি 'জওয়ান'-এর অন্যান্য কলাকুশলীরাও বাদ যাননি ৷ মুকেশ ও নীতা আম্বানির বাড়িতে এদিন দেখা গেল শাহরুখ-কন্যা সুহানা খান, পুত্র আবরাম এবং স্ত্রী গৌরিকে ৷ গৌরির মা সবিতা চিব্বরও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ৷ শাহরুখের 'জওয়ান' ছবির কো-স্টার নয়নতারা এবং পরিচালক অ্যাটলি কুমারও হাজির ছিলেন অনুষ্ঠানে ৷ পাপারাৎজিদের জন্য এদিন পুরো পরিবারের সঙ্গে হাসিমুখে পোজ দেন শাহরুখ ৷ প্রত্যেককেই এদিন দেখা গিয়েছে ট্র্যাডিশনাল পোশাকে ৷ সুহানাকে এদিন দেখা গিয়েছে আইভরি রঙের স্যুটে ৷ অন্যদিকে কিং খান এদিনও নজর কাড়েন পাঠানি মেজাজে ৷