চেন্নাই, 27 এপ্রিল:অস্কারজয়ী সুরকার এআর রহমান ফের একবার উঠে এলেন চর্চায় ৷ সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে তাঁকে দেখা গেল স্ত্রীকে হিন্দি ভাষায় কথা বলতে নিষেধ করতে ৷ যা নিয়ে তৈরি হয়েছে শোরগোল ৷ আসলে সম্প্রতি একটি অনুষ্ঠানে 'পোনিয়িন সেলভান-2' ছবির জন্য সুরকার হিসাবে পুরস্কার গ্রহণ করতে মঞ্চে ওঠেন রহমান ৷ সঙ্গে ছিলেন তাঁর পত্নী সায়রা বানুও ৷ আর তাঁকেই হিন্দিতে কথা বলতে নিষেধ করে তামিল ভাষায় কথা বলার জন্য় অনুরোধ করেন সুরকার ৷
সায়রা অবশ্য রীতিমতো অস্বস্তিতে পড়ে যান এই অনুরোধ আসার পর ৷ 'হায় ঈশ্বর', বলেই তিনি শুরু করেন তার উত্তর ৷ তিনি জানান, তাঁর তামিল ভাষায় কথা বলতে মোটেই স্বাচ্ছন্দ্য নন ৷ তাই তিনি বরং ইংরেজিতে কথা বলবেন ৷ আর সেই হাসাহাসির মাঝেই সায়রা তুলে ধরেন স্বামীর প্রতি তাঁর ভালোবাসার কথা ৷ তিনি বলেন, "শুভ সন্ধ্য়া ৷ আমি তামিল ভাষা সঠিকভাবে বলতে পারিনা তাই আমায় মাফ করে দিন ৷ ওর কণ্ঠ আমার ভীষণ প্রিয় ৷ আসলে আমি ওর কণ্ঠের প্রেমে পড়েছিলাম ৷"
এই ভিডিয়ো সোশালে ভাইরাল হওয়ার পরই নেটমাধ্যমে প্রবল সমালোচিত হতে হয় সুরের সম্রাটকে ৷ অস্কারজয়ীকে হিন্দি বিদ্বেষী বলে দাগিয়ে দিতেও কার্পণ্য করেনি নেটাগরিকদের একাংশ ৷ বেশ কিছু সংবাদমাধ্যমেও নেতিবাচক হেডলাইনে পরিবেশন করা হয় বিষয়টি ৷ কিন্তু ভিডিয়োটি মনোযোগ দিয়ে দেখলেই পরিষ্কার হবে যে, হিন্দি ভাষার প্রতি কোনও বিদ্বেষ থেকে নয়, রহমান তাঁর স্ত্রী'কে অনুরোধটি করেন সম্পূর্ণ মজার ছলে ৷ যেহেতু স্ত্রী তামিল বলতে স্বচ্ছন্দ নন, তাই এই অনুরোধ স্ত্রী'র সঙ্গে রহমানের নির্ভেজাল আড্ডারই নামান্তর ৷
উল্লেখ্য, এ আর রহমান বিয়ের পিঁড়িতে বসেন 1995 সালে ৷ সায়রা এবং রহমানের তিন সন্তান রয়েছে ৷ তাঁদের নাম খাতিজা, রহিমা ও আমিন । এআর রহমান ভারতীয় বিনোদনের দুনিয়ায় এক অতি পরিচিত নাম ৷ বিভিন্ন ভাষার গানেই তিনি সুরারোপ করেছেন ঠিকই তবে তামিল ভাষার জন্য় আলাদা ভালোবাসা রয়েছে ৷ দক্ষিণি ইন্ডাস্ট্রি কাজের সুবাদে মোট 17টি ফিল্ম ফেয়ার পুরস্কার জিতেছেন এআর রহমান ৷ অ্যাকাডেমি পুরস্কার বা অস্কার ছাড়াও এ আর রহমানের ঝুলিতে রয়েছে দু'টি গ্র্যামি পুরস্কার, একটি বাফটা পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার, 15টি ফিল্মফেয়ার পুরস্কার এবং ছ'বার তাঁকে সম্মানিত করা হয়েছে জাতীয় পুরস্কারে ৷
আরও পড়ুন:'বাবা মায়ের সুপারিশে কাজ পাইনি', প্রথম ছবি মুক্তির আগে অকপট মিঠুন তনয়