কলকাতা, 5 ডিসেম্বর: সলমন খানের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে হাত ধরে ঢাকে কাঠি পড়ল 29তম কলকাতা চলচ্চিত্র উৎসবের ৷ সলমন ছাড়াও মঙ্গলবার উদ্বোধনে হাজির ছিলেন শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, অনিল কাপুর, মহেশ ভাটের মতো কলাকুশলীরা ৷ ছিলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ এই নিয়ে তৃতীয়বার চলচ্চিত্র উৎসবে ডাক পেলেন তিনি ৷ এদিন উৎসবের ভূয়সী প্রশংসা করেন তিনি ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবকেও এদিন প্রশংসায় ভরান দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ৷ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর জানান, এই উৎসব বছর বছর আরও ভালো হচ্ছে ৷
তিনি বলেন, "সলমন হয়তো জানবেন না টলিউড নামটা এসেছে টালিগঞ্জ এবং হলিউড মিলিয়ে... প্রসেনজিৎ এবং দেবকে আমার ভালোবাসা ৷ যা তাঁরা বাংলা সিনেমার জন্য করেছেন এবং অর্জন করেছেন আজকের দিনটা ওদের দিন ৷ আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ৷" একইসঙ্গে তিনি তাঁর কাছে যে ভালোবাসা তিনি পেয়েছেন, সে কথাও উল্লেখ করতে ভোলেননি সৌরভ ৷ রাজ চক্রবর্তী এবং তাঁর টিমকেও তিনি ধন্যবাদ দেন এত সুন্দর একটি উৎসব আয়োজনের জন্য ৷