পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'প্রতিবছর আরও সুন্দর হচ্ছে', উদ্বোধনে এসে চলচ্চিত্র উৎসবের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

Kolkata International Film Festival 2023: তৃতীয়বার কলকাতা চলচ্চিত্র উৎসবে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আয়োজক তথা ইন্ডাস্ট্রির কলাকুশলীদের প্রশংসায় ভরালেন তিনি ৷ এক সপ্তাহ ধরে সারা বিশ্বের ছবি নিয়ে যেভাবে উৎসবে মেতেছে কলকাতা তারও প্রশংসা করলেন তিনি ৷

Kolkata International Film Festival
কলকাতা চলচ্চিত্র উৎসবের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 8:00 PM IST

চলচ্চিত্র উৎসবের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

কলকাতা, 5 ডিসেম্বর: সলমন খানের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে হাত ধরে ঢাকে কাঠি পড়ল 29তম কলকাতা চলচ্চিত্র উৎসবের ৷ সলমন ছাড়াও মঙ্গলবার উদ্বোধনে হাজির ছিলেন শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, অনিল কাপুর, মহেশ ভাটের মতো কলাকুশলীরা ৷ ছিলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ এই নিয়ে তৃতীয়বার চলচ্চিত্র উৎসবে ডাক পেলেন তিনি ৷ এদিন উৎসবের ভূয়সী প্রশংসা করেন তিনি ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবকেও এদিন প্রশংসায় ভরান দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ৷ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর জানান, এই উৎসব বছর বছর আরও ভালো হচ্ছে ৷

তিনি বলেন, "সলমন হয়তো জানবেন না টলিউড নামটা এসেছে টালিগঞ্জ এবং হলিউড মিলিয়ে... প্রসেনজিৎ এবং দেবকে আমার ভালোবাসা ৷ যা তাঁরা বাংলা সিনেমার জন্য করেছেন এবং অর্জন করেছেন আজকের দিনটা ওদের দিন ৷ আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ৷" একইসঙ্গে তিনি তাঁর কাছে যে ভালোবাসা তিনি পেয়েছেন, সে কথাও উল্লেখ করতে ভোলেননি সৌরভ ৷ রাজ চক্রবর্তী এবং তাঁর টিমকেও তিনি ধন্যবাদ দেন এত সুন্দর একটি উৎসব আয়োজনের জন্য ৷

নিজের অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে সৌরভ বলেন, "বছর বছরে এই চলচ্চিত্র উৎসব আরও সুন্দর হয়েছে ৷ এটা আমার তৃতীয় বর্ষ ৷ আমি দেখছি দলে দলে মানুষ আসছেন ছবি দেখতে ৷ আজ সবে উৎসবের শুরু ৷ চলবে এক সপ্তাহ ধরে ৷ সারা বিশ্ব থেকে জুরি সদস্যরা এসেছেন ৷ অস্ট্রেলিয়া, রাশিয়া, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পরিচালকরা এসেছেন ৷ আশা করছি তাঁরা এই ছবিগুলি উপভোগ করবেন ৷ শুধু ছবি নয় আমাদের রাজ্য এবং সুন্দর কলকাতাও তাঁদের ভালো লাগবে আশা রাখি ৷"

তিনি শুভেচ্ছা জানান সলমন খান এবং অন্য অতিথিদেরও ৷ 39টি দেশের বহু ছবি দেখানো হবে আগামী এক সপ্তাহ ধরে ৷ থাকছে বেশ কিছু ভারতীয় ছবিও ৷ দেব আনন্দ থেকে উত্তম কুমার থাকবে সমস্ত ধরনের ছবিই ৷ ছবিগুলি সকলের মন কাড়বে এমনটাই আশা রাখলেন সৌরভ ৷ এর আগে বাণিজ্য সম্মেলনেও ডাক পেয়েছিলেন তিনি ৷ এবার মহারাজকে দেখা গেল চলচ্চিত্র উৎসবেও ৷

আরও পড়ুন:

  1. বাংলাই ফিল্মের ডেস্টিনেশন, এখানে ফিল্ম করুন ! ভাইজানকে অনুরোধ মমতার; আমন্ত্রণ আগামী চলচ্চিত্র উৎসবে
  2. চলচ্চিত্র উৎসবের মঞ্চে সলমন অনিলের সঙ্গে জমিয়ে নাচলেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details