হায়দরাবাদ. 19 মার্চ: 2022-র 20 শে অগষ্ট মা হয়েছেন সোনম কাপুর (Sonam Kapoor) ৷ বিয়ের চার বছর পর মাতৃত্বের স্বাদ উপভোগ করতে শুরু করেন সোনম ও স্বামী আনন্দ আহুজা (Sonam Kapoor celebrates first Mother's day)৷ দক্ষ হাতে অভিনয় জীবন সামলানোর পর এখন পুরোটা সময় কাটাচ্ছেন ছেলে বায়ু-র সঙ্গে ৷ ছোট্ট বায়ু-র দেখভালের ক্ষেত্রে নিজের সবটুকু নিংড়ে দিয়েছেন মা সোনম ৷ মাতৃত্বের এই রূপকে সম্মান জানালেন স্বামী আনন্দ আহুজা ৷
রবিবার ব্রিটেনে পালিত হয়েছে মাতৃ দিবস (Mother's day in UK) ৷ মায়েদের কোনও একটা দিন হয় না, প্রতিদিনই তাঁদের ৷ ছোট থেকে বড় হওয়ার পথ চলায় মায়েদের অবদান অনস্বীকার্য ৷ তাই ক্যালেন্ডারের পাতায় মাতৃত্ব যাপনের একটা দিন সকলের কাছেই হয়ে ওঠে বড় উৎসব ৷ সেই উৎসবে সামিল হলেন আনন্দ আহুজা ৷ সদ্য মাতৃত্বের স্বাদ পাওয়া সোনমকে নিয়ে ভালবাসায় ভরা একটি নোট আহুজা শেয়ার করেন সোশাল মিডিয়ায় (hubby Anand Ahuja pens long note) ৷
2015 সালে 'প্রেম রতন ধন পাও'-র প্রোমোশনের সময় বিজনেসম্যান আন্দদের সঙ্গে পরিচয় হয়েছিল 'ফ্যাশন কুইন' সোনমের ৷ এরপর 2018-র 8 মে আনন্দের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি ৷ বিয়ের চার বছর পর তাঁদের জীবনে আসে প্রথম সন্তান বায়ু ৷ সোনমের সেই জার্নিকে উল্লেখ করে আনন্দ সোশাল সাইটে লিখেছেন, " আমাকে স্বীকার করতেই হবে, প্রায় 17 মাস বা তার থেকে বেশি সময় ধরে শারীরিক ও মানসিক ভাবে সোনম যেভাবে নিজের ও বায়ুর খেয়াল রেখে চলেছে তা একজন মা-ই পারে ৷ যখন আমরা জীবনে কোনও কিছু করার বিনিময়ে পুরস্কার আশা করি তখন একমাত্র মাতৃত্ব-ই এই সবকিছুর উর্দ্ধে গিয়ে প্রতিনিয়ত নিঃশব্দে নিজের কর্তব্য পালন করে চলে ৷ একই ভাবে সোনম কখনও মেয়ে, কখনও বোন আবার কখনো স্ত্রী-র ভূমিকা দায়িত্ব সহকারে পালন করেছেন ৷ একইভাবে আমাদের ছেলেকে সেই শিক্ষা, সেই ভালবাসা দিতে বদ্ধপরিকর সোনমও ৷"