হায়দরাবাদ, 23 অগস্ট: আর অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টা ৷ তারপরেই বুধবারের সন্ধ্যায় চাঁদের মাটিতে অবতরণ করতে চলেছে ভারতের চন্দ্রযান-3-এর ল্যান্ডার বিক্রম ৷ সারা দেশ এখন অপেক্ষা করে রয়েছে 'দুরু দুরু বক্ষে' ৷ আজ ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে এক সূত্রে জড়িয়ে রয়েছে কোটি কোটি মানুষের প্রার্থনা ৷ চাঁদ আদতে শুধু যে বিজ্ঞানীদের প্রেম তা তো নয় ৷ বহু কবির কলমে বারবার প্রেমিকার অপর নাম হয়ে গিয়েছে 'চাঁদ' ৷ আবার কখনও চাঁদ হয়ে গিয়েছে প্রেমের প্রতিরূপ ৷ বলিউড বা টলিউডও কিন্তু ব্যতিক্রম নয় ৷ রবীন্দ্রনাথ, নজরুল থেকে আজকের জয় গোস্বামী, শ্রীজাত পর্যন্ত বিভিন্ন কবির কলমে বারবার উঠে এসেছে চাঁদের কথা ৷ আবার কিশোর কুমার, কুমার শানু, রূপঙ্কর কিংবা রাঘবের গলাতেও বারবার শোনা গিয়েছে চাঁদকে ভালোবাসার গান ৷ আসুন দেখে নিই এমনই কিছু গান ৷
খোয়া খোয়া চাঁদ: শচীন দেব বর্মন সুরের জগতের এক কিংবদন্তি ৷ বহু কালজয়ী গানের সৃষ্টি তাঁর হাত ধরে ৷ ঠিক যেমনমহম্মদ রফির কণ্ঠে 'খোয়া খোয়া চাঁদ' গানটি আজও অনুরাগীদের প্রিয় গানগুলির একটি ৷ গানের কথা লিখেছিলেন শৈলেন্দ্র ৷ ছবির নাম ছিল 'কালাবাজার' ৷ ছবিতে অভিনয় করেছিলেন দেব আনন্দ আর ওয়াহিদা রহমান ৷
নীলে নীলে অম্বর পর:কিশোর কুমারের কণ্ঠে এই গান শোনেননি এমন সঙ্গীত অনুরাগীর খুঁজে পাওয়াই বিরল ৷ 'কলাকার' ছবির এই গানটিতে সুর দিয়েছিলেন কল্যানজী-আনন্দজী ৷ আর কথা লিখেছিলেন শ্যামলাল হরলাল রাই ইনদিভর ৷ 'নীলে নীলে অম্বর পর চাঁদ যব আয়ে' গানটিতেও উঠে এসেছে নায়কের বিরহের অপেক্ষার কথা ৷
চেহরা হ্যায় ইয়া চাঁদ খিলা হ্যায়:সুরকার রাহুল দেব বর্মনের এই গানটিও হিন্দি গানের ইতিহাসে কাল্ট হয়ে রয়ে গিয়েছে ৷ জাভেদ আখতারের কথায় এই গানটিতেও কণ্ঠ দিয়েছিলেন কিশোর কুমার ৷ ছবির নাম ছিল 'সাগর' ৷
মেরা চাঁদ মুঝে আয়া হ্যায় নজর:কুমার শানুর কথা না বললে তালিকা অসম্পূর্ণ থেকে যায় ৷ বলিউডে রোম্যান্টিক কণ্ঠ হিসাবে একসময় শানুদার জুড়ি মেলাই ভার ছিল ৷ এই গানটিও তারই একটি দৃষ্টান্ত ৷ যতীন-ললিতের সুরে 'মিস্টার আশিক' ছবির জন্য় এই গানটি গেয়েছিলেন কুমার শানু ৷
আরও পড়ুন:'বারবার স্বপ্নে ফিরে আসার জন্য ধন্যবাদ!', বাবার জন্মদিনে আবেগী কেকে কন্যা