পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ask SRK Session: 'বউ বলছে তুমিই আমার জওয়ান, শাহরুখকে দেখে কী হবে?', ফ্যানের কথায় মজার প্রতিক্রিয়া কিং খানের - SRK Session

সেপ্টেম্বরে মুক্তি পাবে 'জওয়ান' ৷ তার আগে ফ্যানেদের সঙ্গে আরও একটি 'আস্ক এসআরকে' সেশনে যোগ দিলেন কিং খান ৷ দিলেন মজাদার সব জবাব ৷

Pic Courtesy SRK Twitter
শাহরুখের আস্ক এসআরকে সেশনে কিছু মজার জবাব

By

Published : Aug 10, 2023, 7:29 PM IST

হায়দরাবাদ, 10 অগস্ট:সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে শাহরুখের নতুন ছবি 'জওয়ান' ৷ 'পাঠান'-এর বিপুল সাফল্যের পর এই ছবি কেমন হবে তা নিয়ে একটু সন্দেহ হয়তো ছিল অনেকের মনেই ৷ কিন্তু ট্রেলার মুক্তির পর থেকে সেই সন্দেহের যে নিরসন হয়ে গিয়েছে অনেকটাই তা বলাই বাহুল্য ৷ ছবির একটি গানও সামনে এসেছে ইতিমধ্যেই ৷ বৃহস্পতিবার ছবি এবং অন্য়ান্য বিষয় নিয়ে অনুরাগীদের সঙ্গে কথা বলতে একটি 'আস্ক এসআরকে' সেশনের আয়োজন করেন কিং খান ৷ এই ধরনের সেশনগুলিতে প্রায়শই কিং খান বেশকিছু মজাদার উত্তর দিয়ে থাকেন ৷ এদিন তার ব্যতিক্রম হল না ৷

ফ্যানেরাও কিন্তু মোটেই কম যান না ৷ একজন তো এও জিজ্ঞাসা করেন,"আপনার বাড়িতে মাসে লাইটের বিল কত আসে বলুন তো?" তাঁকেও ফেরাননি কিং খান ৷ বলিউডের বেতাজ বাদশাহ একটুও রেগে না গিয়ে লেখেন, "ভালোবাসার উজ্জ্বল আলো আমার ঘরের চারিদিকে ছড়িয়ে থাকে ৷ তাতেই সারা ঘরে আলোর অভাব মিটে যায় ৷ তাই কোনও বিলই আসেনা ৷"
ফ্যানের প্রশ্নের মজাদার জবাব দিলেন কিং খান

আবার একজন মজা করে করে জিজ্ঞাসা করেন, "প্রিয় এসআরকে স্যার আপনি প্রিভিউতে বলেছেন, 'জব ম্য়ায় ভিলেন বানতা হু না কোই হিরো হামারে সামনে টিক নেহি সকতা ৷' কথাটা ঠিক, কিন্তু আপনি নিজের প্রশংসা নিজেই কেন করছেন? নিজের প্রশংসা করা ভালো নয় ৷" শাহরুখ এতেও মজার মেজাজেই জবাব দেন প্রশ্নটির ৷ তিনি লেখেন, "ঠিক আছে ভাই কাল থেকে তুমি আমার প্রশংসা করা শুরু করে দাও আমি মৌনব্রত নিয়ে নেব ৷ পরের প্রিভিউটাও সাইলেন্ট প্রিভিউ হবে ৷ তুমি নিজের মতো ডাবিং করে নিও ৷"

আরও পড়ুন:পোস্টারে ঢালা হল দুধ, ছবি দেখতে ভারতে জাপানি দম্পতি ; রজনীর 'জেলর' নিয়ে উৎসব

আরেকজন শাহরুখের উদ্দেশ্য়ে লেখেন, "ভাই স্ত্রীকে বললাম জওয়ান দেখতে চলো ৷ বলছে আমার জওয়ান তো তুমি ৷ শাহরুখকে দেখে কী করব?" এর উত্তরে এই অনুরাগীকে নিয়ে বেশ মজা করেন শাহরুখ ৷ তিনি লেখেন, "ঠিক আছে ওর কথাই শোনো ৷ তুমি বরং অন্য কারও কাছে গল্পটা শুনে নিও ৷ আর ওকে জিজ্ঞাসা করো আমার পরের ছবিটা দেখবে তো ? ওটার নাম ডাঙ্কি ৷ নাকি ও তোমায় ওটাও মনে করে? " এমন মজাদার জবাবে হেসে খুন নেটপাড়া ৷

ABOUT THE AUTHOR

...view details