কলকাতা, 24 জুলাই:বাংলা ও বাঙালির জন্য 24 জুলাই দিনটাকে কালো দিন বললেও খুব একটা ভুল বলা হয় না ৷ চার দশকেরও বেশি আগে এদিনই বাঙালি হারায় তার ম্যাটিনি আইডল উত্তম কুমারকে ৷ তবে এই 24 জুলাই জন্ম আরেক কিংবদন্তি পরিচালক তথা অভিনেতার ৷ তিনি গৌতম ঘোষ ৷ আজ আরও একটি বসন্ত পার করে ফেললেন গৌতম ৷
একসময় মান্না দের কণ্ঠে বাঙালি শুনেছিল, "একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি শুধু সেই সেদিনের মালি নেই ৷" এক্ষেত্রেও বোধহয় কথাটা সত্যিই ৷ কালের নিয়মে উজ্জ্বল স্মৃতি হয়ে থেকে গিয়েছেন উত্তম কুমার ৷ বাংলা সিনেমাকে এখন কাঁধে করে এগিয়ে নিয়ে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী থেকে আজকের দেব কিংবা অনির্বাণরা ৷ এই তালিকাতেই নির্মাতা এবং অভিনেতা দুই হিসাবেই জায়গা করে নেবেন গৌতমও ৷ রইল গৌতমের সেরা কাজের তালিকা।
পার:সালটা ছিল 1984 ৷ প্রথম হিন্দি ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন এক বাঙালি পরিচালক ৷ নামটা গৌতম ঘোষ ৷ সমরেশ বসুর কাহিনি অবলম্বনে তৈরি এই ছবি তুলে ধরেছিল বিহারি মজুর নওরাঙ্গিয়ার কাহিনি ৷ ছবিতে অভিনয় করেছিলেন উৎপল দত্ত, নাসিরউদ্দিন শাহ, শাবানা আজমি, অনিল চট্টোপাধ্যায়, ওম পুরির মতো তাবড় অভিনেতা-অভিনেত্রীরা ৷
অন্তর্জলী যাত্রা: বলিষ্ঠ সাহিত্যিক হিসেবে পরিচিত হলেও কমলকুমার মজুমদারের ভাষার কাঠিন্য পাঠক মহলে তাঁর জনপ্রিয়তার অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল একসময় ৷ সেই কমলকুমারের গল্পকেই রূপোলি পর্দায় তুলে কার্যত এক নতুন দিক খুলে দিয়েছিলেন গৌতম ৷ বিপুল জনপ্রিয় হয়েছিল 'অন্তর্জলী যাত্রা' ৷ 1987 সালে মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয় করেছিলেন মোহন আগাশে, শম্পা ঘোষ, রবি ঘোষ, বসন্ত চৌধুরিররা ৷