অমরাবতী, 11 জানুুয়ারি: আরআরআর-এর ঝুলিতে গোল্ডেন গ্লোব ৷ আন্তর্জাতিক স্তরে এসএস রাজামৌলির ছবির সাফল্য ভাগ করে নিচ্ছে সমগ্র ভারত ৷ কিন্তু সাফল্যেও মিশে রইল বিতর্ক ৷ তেলুগু ছবির এই সাফল্য ভাগ করে নিতে গিয়ে সোমবার প্রাদেশিক টুইট করে বসলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি (YS Jagan Mohan Reddy) ৷ পালটা অন্ধ্রের মুখ্যমন্ত্রীকে তিরস্কার করে তাঁর ভুল ভাঙিয়ে দিলেন আদনান সামি (Singer Adnan Sami lashes out at Jagan Reddy over RRR tweet) ৷
এসএস রাজামৌলির ছবির সাফল্যে উচ্ছ্বসিত জগন মোহন রেড্ডি বুধবার টুইটে লেখেন, "তেলুগু পতাকা উঁচুতে উড়ছে ৷ পুরো অন্ধ্রপ্রদেশের হয়ে আমি আরআরআর-এর সমগ্র টিমকে অভিবাদন জ্ঞাপন করছি ৷ আমরা ভীষণ গর্বিত তোমাদের জন্য ৷" অন্ধ্রের মুখ্যমন্ত্রীর এই প্রাদেশিক বিভাজনসুলভ টুইট মোটেই ভালোভাবে নেননি গায়ক আদনান সামি ৷ জগন মোহন রেড্ডির ভুল শুধরে 2016 এ দেশের নাগরিকত্ব পাওয়া গায়ক তাঁকে মনে করিয়ে দেন, আমরা সবার আগে ভারতীয় ৷