পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sidharth-Kiara Wedding: আজই চার হাত এক হবে সিড-কিয়ারার, দেখুন মেহেন্দির ভাইরাল ভিডিয়ো - Kiara Advani wedding news

শুরু হয়ে গিয়েছে সিড-কিয়ারার প্রি ওয়েডিং অনুষ্ঠান ৷ সোমবারই হয়ে গেল মেহেন্দি পর্ব ৷ আর সেই পর্বের বেশকিছু ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় (Sidharth Malhotra Kiara Advani sangeet video) ৷

Sidharth Kiara Wedding
শুরু হয়ে গিয়েছে সিড কিয়ারার প্রি ওয়েডিং অনুষ্ঠান

By

Published : Feb 7, 2023, 12:46 PM IST

জয়সলমের, 7 ফেব্রুয়ারি: শুরু হয়ে গিয়েছে সিদ্ধার্থ-কিয়ারার প্রি-ওয়েডিং সেরিমনি ৷ এবার নেটপাড়ায় সামনে এল এই সেলিব্রেটি বিয়ের প্রথম ভিডিয়ো (Sidharth Malhotra Kiara Advani sangeet video) ৷ সোমবার হয়ে গেল সিড-কিয়ারার মেহেন্দি সেরিমনি ৷ এই অনুুষ্ঠানে হাজির ছিলেন করণ জোহর, জুহি চাওলা, শাহিদ কাপুর এবং তাঁর স্ত্রী মীরা রাজপুতের মতো একাধিক সেলেবরা ৷ সিদ্ধার্থ-কিয়ারা দু'জনেই মেতে উঠেছিলেন ডান্স ফ্লোরে ৷ গতকাল সন্ধ্যেবেলা সূর্যগড় হোটেলে লেকের ধারে এই সেরিমনিটি শুরু হয় ৷

অনুষ্ঠানের অতিথিদের জন্য় লেকের পাশেই বসার ব্যবস্থা করা হয় ৷ কিয়ারার হাতে এদিন সুন্দর করে লাগিয়ে দেওয়া হয় মেহেন্দির আল্পনা (Sidharth Malhotra Kiara Advani wedding )৷ এরপর কিয়ারার মা জেনেভিভ, কাকিমা সুমিতা, দিদিমা ভ্যালেরির হাতে মেহেন্দি লাগানো হয় ৷ মেহেন্দিতে হাত সাজান শাহিদ-ঘরণি মীরাও ৷ এই অনুষ্ঠান চলাকালীনই চলছিল ডিজে গনেশের হাতের কাজও ৷ তাঁর সৌজন্য়ে এদিন বলিউডের একের পর এক বিখ্যাত গানে কোমর দোলান সকলে ৷ সিদ্ধার্থ-কিয়ারার পরিবারও মেতে ওঠে এই সেরিমনিতে ৷

সন্ধ্যের দিকে, কিয়ারার ভাই মিশল আদবানিও অনুষ্ঠানে যোগ দেন ৷ মিশল একজন ব়্যাপার ৷ এছাড়া অনুষ্ঠানে পারফর্ম করেন পঞ্জাবি ইলেকট্রনিক ফোক আর্টিস্ট হরি ও সুখমনিও ৷ সিদ্ধার্থ-কিয়ারার মেহেন্দি অনুষ্ঠানের কিছু ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ নেটপাড়ার বিশ্বাস, এই ভিডিয়োগুলি এসেছে বিয়ের মণ্ডপ থেকে ৷ ভিডিয়োতে দেখা যায়, হলুদ এবং সাদা রঙে সাজিয়ে দেওয়া হয়েছে বিবাহের মণ্ডপটি ৷

আরও পড়ুন:সিড কিয়ারার বিয়েতে কনেযাত্রীদের থেকেও বেশি অতিথি বরপক্ষের

আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় যেখানে সূর্যগড় প্যালেসকে সেজে উঠতে দেখা গিয়েছে রঙের বাহারে ৷ বেশ কয়েক বছর ধরেই সিড-কিয়ারার বিয়ে নিয়ে গুঞ্জন চলে আসছে ৷ অবশেষে চারহাত এক হতে চলেছে শেরশাহ ছবির অনস্ক্রিন জুটির ৷ বিয়ে নিয়েও রহস্য় কম হয়নি ৷ প্রথমে জানা গিয়েছিল ৷ এই কপোত-কপোতী বিবাহ বন্ধনে বাঁধা পড়বেন 6 ফেব্রুয়ারি ৷ কিন্তু পরে সেই তারিখ এবং দিনক্ষণ বদল হয় ৷ আপাতত সূত্র বলছে 7 ফেব্রুয়ারি কিয়ারার গলায় মালা দেবেন তাঁর প্রিয়তম ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details