মুম্বই, 15 মে: কিছুদিন আগেই অভিনেত্রী কিয়ারা আদবানি শেষ করেছেন 'সত্য প্রেম কি কথা' ছবির শ্যুটিং ৷ এরপর সাময়িকভাবে কাজ থেকে বিরতি নিয়েছেন তিনি ৷ কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রাও ৷ মাত্র চারমাস বিয়ের বয়স এই নবদম্পতির ৷ স্বভাবসিদ্ধ নিয়মেই তাই কাজ থেকে কিছুটা ছুটি নিয়ে একে অপরকে সময় দিচ্ছেন এই 'পাওয়ার কাপল' ৷ সম্প্রতি, সিড-কিয়ারার একটি ছবি সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ৷ সূত্রের খবর, ছবিটি নাকি জাপানে তোলা ৷ কিয়োটোতে তোলা সেলেব জুটির সেই ছবিই এখন ভাইরাল অনুরাগীমহলে ৷
ছবিটিতে দেখা গিয়েছে,কিয়ারা ও সিদ্ধার্থ ক্যাজুয়াল ও কমর্ফোটেবল পোশাকে ক্যামেরার সামনে এনেছেন ৷ সিদ্ধার্থের হাতে রয়েছে বেশ কয়েকটি শপিং ব্যাগ ৷ হাসিমুখে লেন্সবন্দী হয়েছেন এই কাপল ৷ নেটদুনিয়ায় আসতেই ছবিটি মুহূর্তে ছড়িয়ে পড়ে ৷ অনুরাগীরাও তাঁদের ভালোবাসা উজাড় করে দিয়েছেন তাতে ৷ একজন অনুরাগী পোস্টে কমেন্ট করেছেন, "কি মিষ্টি লাগছে দু'জনকে" ৷ আবার এক অনুরাগী লিখেছেন, "তোমাদের প্রতি ভালোবাসা ৷"
উল্লেখ্য, মাতৃদিবসের দিন দুই তারকাই সোশাল মিডিয়ায় তাঁদের মায়েদের মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন ৷ প্রি-ওয়েডিং অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করে কিয়ারা লিখেছেন, "আমার সবকিছু ৷" ছবিতে অভিনেত্রী ক্রিম রঙের লহেঙ্গা পরেছিলেন ৷ সঙ্গে ছিল হলুদ রঙের ওড়না ৷ অভিনেত্রী তাঁর মা'কে জড়িয়ে ধরে এই ছবিটি তুলেছিলেন ৷ পাশাপাশি, কিয়ার নিজের শাশুড়ির সঙ্গেও ছবি শেয়ার করে লিখেছেন, "তাঁর প্রতি কৃতজ্ঞ ৷"