পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shiboprosad on Raktabeej: বাংলা ছবিতে রাইসিনা হিলসের দৃশ্য, জল থইথই দিল্লিতে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন শিবপ্রসাদ - দিল্লির শুটিং নিয়ে মুখ খুললেন শিবু

রাষ্ট্রপতি ভবনের দৃশ্য এবার দেখা যাবে বাংলা ছবিতে ৷ দিল্লিতে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন পরিচালক শিবপ্রসাদ ৷

Tentative Release Date of Raktabeej
দিল্লির শুটিং নিয়ে মুখ খুললেন শিবু

By

Published : Jul 13, 2023, 1:49 PM IST

Updated : Jul 13, 2023, 3:10 PM IST

কলকাতা, 13 জুলাই: শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের ছবির অপেক্ষা থাকেন অনুরাগীরা ৷ 'ইচ্ছে'র পর 'বেলাশেষে', 'বেলাশুরু', 'হামি 2'র মতো মেগা হিট ছবিও উপহার দিয়েছে এই জুটি ৷ এবার আসছে 'রক্তবীজ' ৷ উইন্ডোজ প্রোডাকশনের ছবিটি দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে বলে আগেই জানিয়েছিলেন শিবপ্রসাদ ৷ এবার ছবি সম্পর্কে আরও একটি দারুণ আপডেট শেয়ার করলেন তিনি ৷

বৃহস্পতিবার তিনি যে ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে রাষ্ট্রপতি ভবনের সামনে বসে রয়েছেন পরিচালক জুটি ৷ ছবির ক্যাপশানে তাঁদের দিল্লিতে শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন শিবপ্রসাদ ৷ তা থেকেই বোঝা যাচ্ছে, রাজধানী যখন জলে ভাসছে তখন প্রতিকূল পরিস্থিতিতেও শুটিং শেষ করেছেন তাঁরা ৷

এদিন সাদা কালো একটি ছবিটি শেয়ার করে সেই অভিজ্ঞতার কথাই ভাগ করে নিলেন পরিচালক ৷ তিনি লেখেন, "সম্ভবত প্রথমবার কোনও বাংলা সিনেমায় রাষ্ট্রপতি ভবনের দৃশ্য দেখা যাবে । সারা দিল্লি যখন ভাসছে তখন কী করে এই শুটিং করতে পেরেছি তা ঈশ্বর জানেন । আপনাদের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব হত না।"

তিনি আরও জানিয়েছেন 'রক্তবীজ' পর্দাতেও আসতে চলেছে খুব তাড়াতাড়ি ৷ আর কতদিন অপেক্ষা করতে হবে অনুরাগীদের? তার জবাব দিতে গিয়ে এদিন তিনি লিখেছেন, "আজ থেকে ঠিক একশো দিন বাদে রক্তবীজ ছবিতে দেখা যাবে এই দৃশ্য ।" ছবির বিভিন্ন দৃশ্যের শুটিং এর আগেই শেষ হয়েছে বোলপুরে ৷ সেই ছবি নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন শিবপ্রসাদ ৷

আরও পড়ুন:সারা শরীরে কাঁচের কাপ, যন্ত্রণার উপশমে প্রাচীন চিকিৎসায় আস্থা দেবের

ছবিতে তারকার হাট বসছে ৷ অভিনয় করছেন, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, অম্বরিশ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, ভিক্টর বন্দোপাধ্যায়, দেবলীনা কুমার-এর মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ কিছুদিন আগেই অম্বরিশ এই ছবিতে কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন ৷ তাঁকে এখানে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে ৷

Last Updated : Jul 13, 2023, 3:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details