কলকাতা, 13 জুলাই: শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের ছবির অপেক্ষা থাকেন অনুরাগীরা ৷ 'ইচ্ছে'র পর 'বেলাশেষে', 'বেলাশুরু', 'হামি 2'র মতো মেগা হিট ছবিও উপহার দিয়েছে এই জুটি ৷ এবার আসছে 'রক্তবীজ' ৷ উইন্ডোজ প্রোডাকশনের ছবিটি দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে বলে আগেই জানিয়েছিলেন শিবপ্রসাদ ৷ এবার ছবি সম্পর্কে আরও একটি দারুণ আপডেট শেয়ার করলেন তিনি ৷
বৃহস্পতিবার তিনি যে ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে রাষ্ট্রপতি ভবনের সামনে বসে রয়েছেন পরিচালক জুটি ৷ ছবির ক্যাপশানে তাঁদের দিল্লিতে শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন শিবপ্রসাদ ৷ তা থেকেই বোঝা যাচ্ছে, রাজধানী যখন জলে ভাসছে তখন প্রতিকূল পরিস্থিতিতেও শুটিং শেষ করেছেন তাঁরা ৷
এদিন সাদা কালো একটি ছবিটি শেয়ার করে সেই অভিজ্ঞতার কথাই ভাগ করে নিলেন পরিচালক ৷ তিনি লেখেন, "সম্ভবত প্রথমবার কোনও বাংলা সিনেমায় রাষ্ট্রপতি ভবনের দৃশ্য দেখা যাবে । সারা দিল্লি যখন ভাসছে তখন কী করে এই শুটিং করতে পেরেছি তা ঈশ্বর জানেন । আপনাদের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব হত না।"