কলকাতা, 21 মে : সত্যজিত রায়ের জন্ম শতবর্ষে 'অপরাজিত' মুক্তি পাওয়ার পর থেকে তা এখন অন্যতম চর্চার বিষয় । অনীক দত্তের এই ছবি রীতিমত প্রশংসা কুড়োচ্ছে ৷ প্রয়াত আরও এক পরিচালক মৃণাল সেনকে নিয়েও তৈরি হচ্ছে তিনটি ছবি । ঋত্বিক ঘটককে নিয়ে কাজ তো আগেই হয়েছে ৷ এর পাশাপাশি আরও একটি নাম রয়েছে যাঁর হাত ধরে বাংলা পেয়েছে 'বালিকা বধূ', 'আগমন','দাদার কীর্তি', 'ভালবাসা ভালবাসা'-র মত একের পর হিট ছবি ৷ এবার সেই তরুণ মজুমদারকে নিয়েই তথ্যচিত্র তৈরি করছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ (Bengali Documentary Film on Tarun Majumder)।
অনুমতি দিয়েছেন খোদ বর্ষীয়ান পরিচালকই ৷ কাজও অনেক খানি এগিয়ে গিয়েছে । চিরকালই বাম রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা তরুণ মজুমদারকে নিয়ে এমন প্রয়াস ভারতীয় সিনেমার ইতিহাসে বিরল । এই ডকুমেন্টরিতে থাকছে গুলজার, সৃজিত মুখোপাধ্যায়ের মত তারকা ডিরেক্টরদের সাক্ষাৎকার । থাকছে দেবশ্রী রায়ের সাক্ষাৎকারও । তথ্যচিত্রে দীর্ঘ সাক্ষাৎকারে থাকছে তরুণ মজুমদারের ছবির তৈরির নেপথ্যের নানা অজানা গল্প ।
থাকছে বাম আন্দোলন নিয়ে তাঁর মনের কথাও । কীভাবে ফের লড়াইয়ের মূলস্রোতে ফিরতে পারবে বামপন্থী দলগুলি তা নিয়েও নিজের মনোভাব জানিয়েছেন তরুণ মজুমদার । বিভিন্ন জায়গা ঘুরে শ্যুট হয়েছে এই ছবির । তবে আলাদা করে বলতে হয় শতরূপ ঘোষের কথা । গোটা রাজ্যে বাম আন্দোলনের অন্যতম মুখ শতরূপ হাজার ব্যস্ততার মাঝেও সিনেমাটোগ্রাফার পঞ্চানন পোদ্দারকে সঙ্গে নিয়ে চষে ফেলেছেন বিভিন্ন গ্রাম ।