মুম্বই, 27 জুন : বলিউডের বাদশা শাহরুখ খান সম্প্রতি নিজের বলিউড কেরিয়ারের 30 বছর পার করেছেন ৷ এই উপলক্ষে সমস্ত এসআরকে ফ্যানেদের শুভেচ্ছা জানিয়ে একটি আবেগী পোস্ট করলেন অভিনেতা ৷ শাহরুখের জীবনের এই বিশেষ মাইলস্টোনের কথা মাথায় রেখে একই দিনে তাঁর নতুন ছবি 'পাঠান'-এর পোস্টারও রিলিজ করেছিলেন নির্মাতারা ৷
এ দিন ভক্তদের উদ্দেশে শাহরুখ লেখেন, "আমার (বলিউড কেরিয়ারের) তিরিশ বছর আপনারা যেভাবে কেক, বিভিন্ন ধরনের এডিট (ভিডিয়ো এবং ছবি) এবং নানা দারুণ দারুণ সব জিনিস দিয়ে উদযাপন করেছেন তার জন্য় অনেক ধন্যবাদ ৷ আমার জন্য সেলিব্রেশনের একমাত্র রাস্তা হল ঘড়ি মেনে কাজ করে যাওয়া আর আরও বিনোদনের রসদ তৈরি করা ৷ আপনাদের সকলের জন্য় ভালবাসা..."