পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shah Rukh Khan to His Fans: বলিউডে 30 বছর, সেলিব্রেশনে ফ্যানেদেরই শরণে আবেগী শাহরুখ

বলিউডের বাদশা শাহরুখ খান সম্প্রতি নিজের বলিউড কেরিয়ারের 30 বছর পার করেছেন ৷ স্বাভাবিক ভাবেই এই বিশেষ দিনটিকে দেশজুড়ে উদযাপন করেছেন এসআরকে ফ্যানেরা ৷ এ বার তাঁদের সকলকে শুভেচ্ছা জানালেন তিনি (Shah Rukh Khan thanks to All His Fans) ৷

Shah Rukh Khan to His Fans
আমার সেলিব্রেশনের একটাই পথ, বিনোদনের আরও রসদ দেওয়া, ফ্যানেদের ধন্যবাদ দিয়ে লিখলেন শাহরুখ

By

Published : Jun 27, 2022, 10:58 AM IST

মুম্বই, 27 জুন : বলিউডের বাদশা শাহরুখ খান সম্প্রতি নিজের বলিউড কেরিয়ারের 30 বছর পার করেছেন ৷ এই উপলক্ষে সমস্ত এসআরকে ফ্যানেদের শুভেচ্ছা জানিয়ে একটি আবেগী পোস্ট করলেন অভিনেতা ৷ শাহরুখের জীবনের এই বিশেষ মাইলস্টোনের কথা মাথায় রেখে একই দিনে তাঁর নতুন ছবি 'পাঠান'-এর পোস্টারও রিলিজ করেছিলেন নির্মাতারা ৷

এ দিন ভক্তদের উদ্দেশে শাহরুখ লেখেন, "আমার (বলিউড কেরিয়ারের) তিরিশ বছর আপনারা যেভাবে কেক, বিভিন্ন ধরনের এডিট (ভিডিয়ো এবং ছবি) এবং নানা দারুণ দারুণ সব জিনিস দিয়ে উদযাপন করেছেন তার জন্য় অনেক ধন্যবাদ ৷ আমার জন্য সেলিব্রেশনের একমাত্র রাস্তা হল ঘড়ি মেনে কাজ করে যাওয়া আর আরও বিনোদনের রসদ তৈরি করা ৷ আপনাদের সকলের জন্য় ভালবাসা..."

আরও পড়ুন : আইসল্যান্ডের বালুকাবেলায় প্রেমে মত্ত নিকিয়াঙ্কা , রণবীর বললেন ...

ইতিমধ্যেই 'পাঠান'-এর নতুন পোস্টার নিয়ে রীতিমত উত্তেজিত শাহরুখ ফ্যানেরা ৷ কিং খানকে এখানে দেখা গিয়েছে বন্দুক হাতে পুরোপুরি অ্যাকশন মুডে ৷ অর্থাৎ অ্যাকশন, থ্রিল যা যা চান তাঁর ফ্যানেরা সবকিছুরই যোগান দিতে চলেছেন অভিনেতা ৷ তাঁর এই ছবি মুক্তি পাবে আগামী বছর 25 জানুয়ারি ৷ অন্যদিকে আরও বেশ কয়েকটি কাজ রয়েছে শাহরুখের হাতে ৷ একদিকে রাজকুমার হিরানির 'ডাঙ্কি' ছবিতে কাজ করবেন তিনি তেমনই তাঁকে দেখা যাবে 'জওয়ান' ছবিতেও (Shah Rukh Khan thanks to All His Fans)৷

ABOUT THE AUTHOR

...view details