মুম্বই, 12 জানুয়ারি: ইতিমধ্যেই সাড়া জাগিয়ে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ কিন্তু বক্স অফিসে কতোটা আচড় কাটবে অকটেন স্পাই-থ্রিলার 'পাঠান', উত্তর জানতে এখনও সপ্তাহদু'য়েকের অপেক্ষা ৷ তবে ছবিমুক্তির আগে আপাতত কোনওভাবেই সময় নষ্ট হতে দিতে নারাজ শাহরুখ খান (Shah Rukh Khan) ৷ বিভিন্ন প্রমোশনের পাশাপাশি ফ্যানেদের সঙ্গে সংযোগেও সময় ব্যয় করছেন কিং খান (SRK is conducting frequent QnA sessions on Twitter ahead of Pathaan) ৷ দিনকয়েকের ব্যবধানে বৃহস্পতিবার ফের টুইটারে কিউএনএ (QNA) সেশন অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব রেখেছিলেন শাহরুখ ৷ ফেস করলেন নানা প্রশ্ন, উত্তরও দিলেন সাজিয়ে ৷
কীভাবে নিজেকে হাসিখুশি রাখেন আপনি? এক উৎসাহী অনুরাগী প্রশ্নোত্তর পর্বে এমনই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন শাহরুখকে ৷ জবাবে শাহরুখ যা বললেন তা মন্ত্র হতে পারে জেন ওয়াই-এর কাছে ৷ বলিউডের বাদশা সংশ্লিষ্ট অনুরাগীকে উত্তরে বলেন, "খামতিগুলো সংগোপনে নিজের কাছেই রাখ, তাহলেই হাসিখুশি থাকবে (Shah Rukh Khan says keep your lows to yourself) ৷" ছেলেদের সঙ্গে পিট্টু খেলার আগে এদিন ঝটিকা কিউ এন এ সেশনে এসেছিলেন এসআরকে ৷