মুম্বই, 28 জানুয়ারি: আরিয়ান কাণ্ডের পর থেকেই মিডিয়া-বিমুখ হয়ে গিয়েছেন অনেকটা ৷ স্বাভাবিকভাবেই প্রত্যাবর্তন ছবি পাঠান-এর জন্য কোনওরকম মিডিয়া প্রমোশন করেননি ৷ বরং, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নোত্তর পর্বে অনুরাগীদের সঙ্গে যুক্ত হয়েছেন বারংবার ৷ আর তাতেই মিলেছে সাফল্য ৷ মুক্তির প্রথম তিনদিনে বিশ্বব্যাপী 300 কোটির ব্যবসা সেরে ফেলেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি (Pathaan collets 300 crore worldwide within three days) ৷ আর জোরালো প্রত্যাবর্তনের পর প্রথমবার ফের ফ্যানেদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব সারলেন 'পাঠান' শাহরুখ খান (Shah Rukh Khan meets fans in Ask SRK session for the first time after Pathaan release) ৷
শনিবার বিকেলে অনুরাগীদের জন্য 'আস্ক এসআরকে' সেশন রেখেছিলেন বলিউডের বাদশা ৷ সেখানে পাঠানের সাফল্য-সহ খুটিনাটি নানা বিষয়ে অনুরাগীদের সঙ্গে সওয়াল-জবাব সারলেন এসআরকে ৷ পাঠান-এ একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে যে সলমন খান অভিনয় করেছেন, তা এতদিনে আর অজানা নেই সিনেপ্রেমীদের ৷ এদিন প্রশ্নোত্তর পর্বে বন্ধু সলমনকে নিয়েই বাউন্সার সামলাতে হল শাহরুখকে (Shah Rukh faced a question on Salman) ৷ তবে সেই বাউন্সারও অবলীলায় মাঠের বাইরে পাঠালেন 'পাঠান'৷