হায়দরাবাদ, 15 সেপ্টেম্বর: 'পাঠান'-এর মতোই দেশ বিদেশ জুডে় অসামান্য ব্যবসা করছে 'জওয়ান' ৷ দক্ষিণি সিনেমার রমরমার এই যুগে শাহরুখও বুঝে গিয়েছিলেন নিজেকে অন্যভাবে তুলে ধরতে চাই দক্ষিণি মশালা ৷ আর সেই সূত্র ধরেই অ্যাটলির সঙ্গে জুটি বাঁধা ৷ এই জুটির প্রয়াস যে ব্যর্থ হয়নি তা বুঝিয়ে দিয়েছে বক্স অফিস ৷ আর এবার মুম্বইয়ে ছবির সাকসেস মিটের প্রস্তুতি শুরু করে দিলেন নির্মাতারা ৷ সূত্রের খবর ছবির মতো সাকসেস মিটও অনুরাগীদের জন্য 'ভিজ্যুয়াল ট্রিট (দৃষ্টিনন্দন)' হতে চলেছে ৷
অ্যটলির এই ছবি তৈরি হয়েছিল প্রায় 300 কোটি টাকায় ৷ শাহরুখ খানের বিগ বাজেট ছবিগুলির তালিকায় বেশ উপরের দিকেই রয়েছে এই ছবির নাম ৷ এমনকী পাঠান ছবির থেকে বেশি টাকা খরচ হয়েছিল এই ছবিটি তৈরি করতে ৷ কিন্তু সেই অর্থ ইতিমধ্যেই ঘরে তুলে ফেলেছেন নির্মাতারা ৷ শুধু ভারতীয় বক্স অফিসের হিসাবেই নবম দিনে 400 কোটির ক্লাবে জায়গা করে নিতে চলেছে এই ছবি ৷ আর দেশ বিদেশ মিলিয়ে হিসাব করলে তো এখন 650 কোটি পার করে 700 কোটির দিকে পা বাড়াচ্ছে 'জওয়ান' ৷
জওয়ান ছবির সাকসেস মিট:
যশরাজ ফিল্মস-এর স্টুডিয়োতেই ছবির সাকসেস মিটের আয়োজন করতে চলেছেন নির্মাতারা ৷ প্রায় 2 ঘণ্টা ব্যাপী এই অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যার দিকে ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে সামনে এসেছে এমনই খবর ৷