কলকাতা, 1 এপ্রিল : প্রথমবার কলকাতা স্টক মার্কেটের নতুন নতুন অজানা গল্প নিয়ে তৈরি হচ্ছে বাংলা ছবি 'মানি মাফিয়া । তবে শুধু বাংলা নয়, তামিল, তেলেগু, হিন্দি ভাষাতেও রিলিজ করবে ছবিটি । ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সত্যজিৎ দাস ৷ বলা বাহুল্য, 'চাঁদের পাহাড়'-এর পর ফের চারটি ভাষায় রিলিজ করছে কোনও বাঙালি পরিচালকের ছবি । মে মাস নাগাদ মুক্তির সম্ভাবনা রয়েছে এই ছবির ।
গল্পের দিকে তাকালে দেখা যায় কলকাতা শেয়ার মার্কেটে একটি বড় স্ক্যাম হয়েছে । আর এই স্ক্যামের পিছনে কাদের হাত আছে সেই সব উত্তর দিতেই আসছে 'মানি মাফিয়া'। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, সুরজিত মান্না, জয় সেনগুপ্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার, অভিজিৎ দাস, রিয়া সরকার, শান্ত বসু প্রমুখ । ছবিটি মূলত থ্রিলার ধর্মী । চিরঞ্জিৎ চক্রবর্তীর অন্যান্য় ছবির মত এই গল্পের পরতে পরতেও থাকবে সাসপেন্স (Chiranjit Chakraborty New Film Money Mafia)৷ এখানে প্রধান স্ক্যামারের চরিত্রেই অভিনয় করতে চলেছেন তিনি ৷