পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Chiranjit Chakraborty New Film : 'চাঁদের পাহাড়'-এর পর ফের চার ভাষায় রিলিজ করছে বাংলা ছবি 'মানি মাফিয়া' - Chiranjit Chakraborty New Film

'পেইন্টিংস ইন দ্য ডার্ক'-এর পর দ্বিতীয় ছবির কাজ শেষ করলেন পরিচালক সত্যজিৎ দাস। ছবির নাম 'মানি মাফিয়া'(Chiranjit Chakraborty New Film Money Mafia)।

Chiranjit Chakraborty New Film
'চাঁদের পাহাড়'-এর পর ফের চার ভাষায় রিলিজ করছে বাংলা ছবি 'মানি মাফিয়া'

By

Published : Apr 1, 2022, 12:39 PM IST

কলকাতা, 1 এপ্রিল : প্রথমবার কলকাতা স্টক মার্কেটের নতুন নতুন অজানা গল্প নিয়ে তৈরি হচ্ছে বাংলা ছবি 'মানি মাফিয়া । তবে শুধু বাংলা নয়, তামিল, তেলেগু, হিন্দি ভাষাতেও রিলিজ করবে ছবিটি । ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সত্যজিৎ দাস ৷ বলা বাহুল্য, 'চাঁদের পাহাড়'-এর পর ফের চারটি ভাষায় রিলিজ করছে কোনও বাঙালি পরিচালকের ছবি । মে মাস নাগাদ মুক্তির সম্ভাবনা রয়েছে এই ছবির ।

গল্পের দিকে তাকালে দেখা যায় কলকাতা শেয়ার মার্কেটে একটি বড় স্ক্যাম হয়েছে । আর এই স্ক্যামের পিছনে কাদের হাত আছে সেই সব উত্তর দিতেই আসছে 'মানি মাফিয়া'। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, সুরজিত মান্না, জয় সেনগুপ্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার, অভিজিৎ দাস, রিয়া সরকার, শান্ত বসু প্রমুখ । ছবিটি মূলত থ্রিলার ধর্মী । চিরঞ্জিৎ চক্রবর্তীর অন্যান্য় ছবির মত এই গল্পের পরতে পরতেও থাকবে সাসপেন্স (Chiranjit Chakraborty New Film Money Mafia)৷ এখানে প্রধান স্ক্যামারের চরিত্রেই অভিনয় করতে চলেছেন তিনি ৷

ছবির সঙ্গীত পরিচালনায় অমিত মিত্র । চিত্রনাট্য লিখেছেন সমীর-কৌশিক । রাজকমল চৌরাসিয়ার প্রযোজনায় আসবে এই ছবি । কাস্টিংয়ের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য বন্দোপাধ্যায় ৷ বলিউডে এমন বিষয় নিয়ে সিনেমার তালিকা বেশ লম্বা । বলিউডে স্টক মার্কেটের উত্থান পতন নিয়ে ‘দ্য বিগ বুল’ বানিয়েছিলেন পরিচালক কুকি গুলাটি । ছবির জনপ্রিয়তা নিয়ে কথা বলার অবকাশ নেই । অভিষেক বচ্চন এবং অজয় দেবগনের পাশাপাশি ‘দ্য বিগ বুল’-এ নজর কেড়ে ছিলেন নিকিতা দত্ত, ইলিয়ানা ডি‘ক্রুজ ৷

আরও পড়ুন : অভিনেতা-সহ ইটিভি ভারতের সঙ্গে 'কুলপি' আড্ডায় পরিচালক বর্ষালী চট্টোপাধ্যায়

পরিচালক সত্যজিত বলেন, "বাংলায় কলকাতার স্টক মার্কেট নিয়ে কাজ হয়নি কখনও। তাই আমার ইচ্ছে ছিল এরকম বিষয় নিয়ে কাজ করব। তাই ভাল গল্প বা সত্য ঘটনা খুঁজছিলাম। তখন আমি 'টু ইভেন্টস' পাই। ২০০৭ সালে কেতন পারেখ কলকাতায় ১২০ কোটি টাকার জালিয়াতি করেছিলেন। ঠিক করলাম সেটাকেই সিনেমার রূপ দেব। দিয়ে ফেললাম ৷ কাজ শেষ করেছি। এবার মুক্তির অপেক্ষা।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details