কলকাতা, 17 নভেম্বর: 2022 সালের 4 নভেম্বর মুক্তি পায় বাংলা ছবি 'সন্ন্যাসী দেশনায়ক'। পরিচালক অম্লান কুসুম ঘোষ নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন রহস্য নিয়ে তৈরি করেন এই ছবি। নিছকই ফিচার ফিল্ম নয়, তথ্য চিত্রের কাঠামোয় বানানো হয়েছিল 'সন্ন্যাসী দেশনায়ক'। এই ছবির গান এবার পুরস্কৃত হল প্যারিসের তুল্লুজ শহরে। ফ্রান্সের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 'Gange Sur Garonne 2023' এ 'বেস্ট মিউজিক অ্যাওয়ার্ড' বিভাগে পুরস্কৃত হয়েছে 'সন্ন্যাসী দেশনায়ক' ছবিটি। ছবির সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র।
ছবিতে গান গেয়েছেন দুই বাংলার জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী ও পিউ মুখোপাধ্যায়। একটি গান বিনা পারিশ্রমিকে গেয়েছেন বাবুল সুপ্রিয়। গানটি যদিও ছবিতে ব্যবহার করা সম্ভব হয়নি। তবে, গানটি রিলিজ করা হবে বলে জানিয়েছেন পরিচালক অম্লান কুসুম ঘোষ।
তিনি ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "এই ছবিটা 2022 সালের 4 নভেম্বর ভারত জুড়ে মুক্তি পায়। নন্দনে তিন সপ্তাহ ধরে দেখানো হয়। দিল্লিতে ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপর নেতাজির পরিবারের একটা সেকশন হঠাৎ করেই হাইকোর্টে যায় এবং জানায় যে আমরা নাকি নেতাজিকে নিয়ে ভুল তথ্য ছবিতে দেখিয়েছি।
তিনি আরও বলেন, "আমরা নেতাজির নাম বিকৃত করেছি এমন অভিযোগ উঠেছে। কিন্তু মহামান্য আদালত আমাদের জন্য কোনও নির্দেশনামা জারি করেনি। যেখানে খুশি আমরা তাই স্ক্রিনিং করতে পেরেছি। ছবিটা ভারত সরকারের সেন্সর বোর্ড দ্বারা অনুমোদিত। আমরা এমন কিছুই দেখাইনি যা নিয়ে বিতর্ক হতে পারে।"
পরিচালক আরও বলেন, "আমাদের খুব সৌভাগ্য যে হাইকোর্টের আট জন উকিল স্বতঃপ্রণোদিত হয়ে আমাদের পক্ষে দাঁড়িয়ে সওয়াল করেছেন। আমাকে হাজিরা দিতে হয়নি, আমার ডাকও পড়েনি। এরপর আমরা কানাডা থেকে আমন্ত্রণ পাই। টরেন্টো শহরে একাধিক শো হয় আমাদের এই ছবির। সম্মানিত হয়। আমি বলব, ভারতীয় সিনেমার জন্য এই ছবি গর্বের।" পাশাপাশি তিনি জানান ভারত সরকার অর্থাৎ এনডিএ সরকার নেতাজির নাম ও আদর্শ প্রচারের অনেক চেষ্টা করেছে ৷ তবে, খুব সিলেকটিভ ওয়েতে ফাইল রিলিজ করেছে। স্বাধীনতার 75 বছর পরেও কেন 38টি ফাইল টপ সিক্রেট ফাইল হিসেবে রয়ে গিয়েছে? কেন তার রহস্য উদঘাটন হয়নি? এই প্রশ্ন তোলা হয়েছে ছবির মাধ্যমে ৷