পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sandip Ray New Film: আবারও ফেলুদার চরিত্রে ইন্দ্রনীল, নতুন খবর নিয়ে হাজির সন্দীপ রায়

আরও একবার ফেলুদা হিসাবে ইন্দ্রনীল সেনগুপ্তর ওপরেই ভরসা রাখছেন সন্দীপ রায় ৷ এবার পর্দায় আসছে 'নয়ন রহস্য' ৷ তোপসের চরিত্রে আয়ুষ দাস এবং লালমোহন বাবুর চরিত্রে আবারও অভিজিৎ গুহকেই দেখা যাবে ৷

Pic Indraneil Sengupta instagram
ফের একবার ফেলুদা ইন্দ্রনীল

By

Published : Aug 19, 2023, 3:34 PM IST

কলকাতা, 19 অগস্ট:'হত্যাপুরী' ছবি মুক্তির পর থেকেই ইন্দ্রনীল সেনগুপ্তকে নানা ধরনের বিতর্ক শুরু হয়েছিল ৷ ফেলুদা হিসাবে তাঁকে নাকি অনেকেরই পছন্দ হয়নি ৷ তোপসে হিসেবে আয়ুষ দাসকেও কম সমালোচনার মুখে পড়তে হয়নি ৷ ওরই মধ্যে কিছুটা নজর করেছিলেন অভিজিৎ গুহ ৷ কিন্তু নির্মাতা সন্দীপ রায় আরও একবার ভরসা রাখলেন ইন্দ্রনীলের ওপরেই ৷ এবার আসতে চলেছে ইন্দ্রনীল-সন্দীপ জুটির নতুন প্রজেক্ট 'নয়ন রহস্য়' ৷

পর্দার ফেলুদা নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ক্ল্যাপস্টিকের ছবি ৷ ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস ৷ শনিবার ছবির কাজ শুরু করে দিলেন সন্দীপ ৷ গল্পটা সকলেরই জানা ৷ এখানে রহস্য ঘনীভূত হয় নয়ন নামের এক কিশোরকে কেন্দ্র করে ৷ কাহিনিতে রয়েছে ম্যাজিকের ছোঁয়াও ৷ সুনীল তরফদার নামের এক ম্যাজিশিয়ান নানা ধরনের ম্যাজিক দেখিয়ে বেড়ায় ৷ তবে তার চেয়েও ছবিতে বড় আকর্ষণ জ্যোতিষ্ক নামের এক কিশোর ৷ তাকে যাই প্রশ্ন করা হোক, সে নাকি সব প্রশ্নেরই উত্তর দিতে পারে ৷ ফেলুদা জানতে পারে এই ছেলের আসল নাম নয়ন ৷ তাকে নিয়েই মাদ্রাজে শো করতে যেতে চায় সুনীল ৷

আসছে নয়ন রহস্য

কিন্তু শো'য়ের জেরে এই নয়নকে নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে ৷ সকলেই নানা রকম কাজ করাতে চায় নয়নকে দিয়ে ৷ কিন্তু সুনীল রাজি নয় ৷ ফলত তাকে শুনতে হয় বিভিন্ন হুমকিও ৷ চার জন তাকে হুমকি দেয় নয়নের ক্ষতি করার ৷ শেষমেষ সে ফেলুদার দ্বারস্থ হয় ৷ ঠিক হয় ফেলুদা এবং তার দুই সঙ্গীও মাদ্রাজ যাবে সুনীলের সঙ্গে ৷ এরপর কোন দিকে গড়াবে গল্প, সেটাই দেখার ৷

আরও পড়ুন:মীরের রিকশায় হঠাৎ চড়ে বসলেন সোহিনী, ব্যাপারটা কী?

তবে বিষয়টা যে বেশ মজাদার হতে চলেছে তা আর আলাদা করে না বলে দিলেও চলে ৷ তোপসের চরিত্রে আয়ুষ দাস এবং লালমোহন বাবুর চরিত্রে আবারও অভিজিৎ গুহকেই যে দেখা যাবে, সে বিষয়টিও পরিষ্কার ৷ সবমিলিয়ে ফের একবার ঘনীভূত হতে চলেছে রহস্য়ের জাল ৷

ABOUT THE AUTHOR

...view details