পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bigg Boss 17: উইকএন্ড কা বার-এ সলমনের তোপের মুখে ভিকি-অভিষেক-অঙ্কিতা, সাপোর্ট পেলেন মান্নারা

বিগ বসের দ্বিতীয় সপ্তাহ জমজমাট ৷ উইকএন্ড কা বার-এ সঞ্চালক সলমন ক্লাস নিলেন অভিষেক কুমার, ভিকি জৈন ও অঙ্কিতা লোখান্ডের ৷

Etv Bharat
উইকএন্ড কা বার-এ সলমন

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 10:42 AM IST

হায়দরাবাদ, 28 অক্টোবর: মাত্র দুসপ্তাহ হয়েছে টেলিভিশনের জনপ্রিয় শো বিগ বস শুরু হয়েছে ৷ কিন্তু এর মধ্যেই নানা সম্পর্কে চিড় ধরতে শুরু করেছে ৷ বিগ বসের ঘরে সেটা স্বাভাবিক হলেও স্বামী-স্ত্রীর মধ্যে 'তু তু ম্যায় ম্যায় দেখে' অবাক হচ্ছেন দর্শকরাও ৷ কথা হচ্ছে অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈনকে নিয়ে ৷ একে অপরকে না বোঝা আর অনবরত অঙ্কিতাকে অপমান করার জন্য সমালোচনার মুখে পড়লেন ভিকি ৷ উইক এন্ড কা বারে ক্লাস নিলেন সলমন খানও ৷

শুক্রবার উইক এন্ড কা বারে গত এক সপ্তাহে কার কি ভুল তা ধরিয়ে দিতে ও খেলায় পথ দেখাতে হাজির হন সলমন খান ৷ সেখানে প্রথমেই তিনি মান্নারা চোপড়া ও অভিষেক কুমারের সমস্যা সমাধান করেন ৷ মান্নারা প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়ার পিসতুতো বোন ৷ তাঁকে দেখতেও অনেকটা পরিণীতির মতোই ৷ কিন্তু সেটা তাঁর ব্যক্তিগত জীবন ৷ সেই নিয়ে বিগবসের ঘরে কথা বলতে রাজি নন মান্নারা ৷ আর সেই সুযোগটা নেন অভিষেক ৷ তাঁকে ডুপ্লিকেট বলেন ৷ সেই প্রসঙ্গ তুলে সলমন অভিষেককে বলেন, তিনি যে ধরনের ব্যবহার করছেন, তাতে রিয়েল লাইফে লোকে চপ্পল মারবে ৷ পাশাপাশি, সাবধান করে দেন, যাতে আগামিদিনে কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে যেন ইস্যু তৈরি না করেন ৷

এরপর তিনি এক হাত নেন অঙ্কিতার স্বামী ভিকিরও ৷ ইতিমধ্যেই ভিকি ও অঙ্কিতার জার্নি নিয়ে অনেকেই নানা মন্তব্য করেছেন ৷ ছোটপর্দার অভিনেতা দেবলীনা ভট্টাচার্য, যিনি এক সময় বিগ বসের ঘরে ছিলেন তিনিও অঙ্কিতার প্রতি ভিকির দুর্ব্যবহার নিয়ে মুখ খোলেন ৷ সোশাল মিডিয়ায়, তিনি লিখেছিলেন, ভিকি অঙ্কিতাকে অপমান করছেন ৷ স্বামী-স্ত্রীর মধ্যে ছোট খাটো বিষয়ে তর্ক হতেই পারে ৷ কিন্তু প্রত্যেকদিন নিজের স্ত্রী-কে ছোট দেখানো, তাঁর অপমান করা এটা বিনোদনের মধ্যে পড়ে না ৷ এটা কোনও গেম নয় ৷

এদিন সলমন খান ভিকির এই ব্যবহারের জন্যই তাঁকে সাবধান করেন ৷ অন্যদিকে, অঙ্কিতাকেও নিজের বুদ্ধি দিয়ে খেলার জন্য় অনুরোধ করেন ৷ শুধু তাই নয়, ভিকি যে ঘরের মধ্যে সকলের গুরুজি হয়ে উঠতে চাইছেন বা ঘরের লোকেরা ওর মুখের উপর প্রতিবাদ কেন করেন না, তা নিয়েও প্রতিযোগীদের ক্লাস নেন অভিনেতা ৷ শনিবারও উইকএন্ড কা বার-এ থাকতে চলেছে নয়া চমক ৷ আসতে চলেছে প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি ৷ এদিন কার কার ঘুম কাড়েন সঞ্চালক সলমন সেটাই দেখার ৷

আরও পড়ুন: 'প্রেম বারবার এসেছিল এইভাবেই !' দীপিকা-অনুষ্কাকে একই অনুভূতি প্রকাশ করে সমালোচনার মুখে রণবীর

ABOUT THE AUTHOR

...view details