হায়দরাবাদ, 4 এপ্রিল : মুক্তির পর থেকেই বক্সঅফিসে রীতিমত শোরগোল ফেলে দিয়েছে এস এস রাজামৌলির 'আরআরআর' ৷ 'বাহুবলী'-র পর একইভাবে সারা ভারতে দাপিয়ে ব্যবসা করছে এই ছবিও ৷ প্রথম দিনেই 'বাহুবলী'-র ব্য়বসায়িক রেকর্ড ভাঙার পরেই বোঝা গিয়েছিল আগামিদিনে রীতিমত বড় সড় সুনামি আনতে চলেছে 'আরআরআর' ৷
এবার দশদিন না পেরোতে পেরোতেই দক্ষিণী কিংবদন্তী রজনীকান্তের হিট ছবি '2.0'-কেও পিছনে ফেলে দিল এই ছবি ৷ সারা ভারতজুড়ে রজনীকান্তের এই ছবি মোট আয় করতে পেরেছিল 800 কোটি টাকা ৷ যথেষ্ট সফলতার সঙ্গেই চলেছিল এই ছবিটি ৷ মাত্র দশদিনেই সেই রেকর্ড ভাঙল এনটিআর, রাম চরণের 'আরআরআর' (RRR Baeats 2.0s Lifetime Gross of 800 cr) ৷