কলকাতা, 12 ডিসেম্বর: আর তিন দিনের অপেক্ষা । তারপরই চলচ্চিত্র উৎসবে মেতে উঠবে সিনেপিপাসু বাঙালি । এবারের চলচ্চিত্র উৎসবে কোনও থিম কান্ট্রি নেই । তবে, এবারের থিম 'বিশ্ব মেলে ছবির মেলায়'। শহরের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই লাগানো হয়েছে হোডিং । এই থিম মাথায় রেখে যেভাবে ক্যাম্পেইন সাজানো হচ্ছে, তা বেশ প্রশংসা পেয়েছে ইতিমধ্য়েই । এবারের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত বাংলা ছবি 'আকরিক' (Rituparna Starrer Akorik has been selected for KIFF )৷
ছবির পরিচালক তথাগত ভট্টাচার্য । ভেঙে যাচ্ছে যৌথ পরিবার । পাল্টে যাচ্ছে সম্পর্কের সমীকরণ । শিশুরা বঞ্চিত হচ্ছে ঠাকুমা-দাদুর ভালবাসা থেকে । এর জন্য দায়ী ঠিক কারা ? এক ঝলকে মনে আসবে যাদের নাম, তাঁরা হলেন সেই শিশুটির বাবা-মা । আমি-তুমির সংসারে বাচ্চাটি বড় একা । খেলার সাথী নেই, গল্প বলার বয়স্ক বন্ধু নেই । বাপ-মা কাজে বেরিয়ে গেলে বাচ্চাটি স্কুল থেকে ফিরে বড্ড একা । তখন হয় সঙ্গী ফোন কিংবা টিভি ।এর উপরে কোনও মা কিংবা বাবা যদি হয় সিঙ্গল, তাহলে তো আর কথাই নেই। এরকমই এক গল্প নিয়ে 'আকরিক' বানিয়েছেন তথাগত ৷