পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

KIFF 2022: এবারের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ঋতুপর্ণার 'আকরিক'

এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত বাংলা ছবি 'আকরিক'-ও ৷ এই কথা জেনে রীতিমতো আপ্লুত টলিক্য়ুইন ৷

KIFF 2022
এবারের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ঋতুপর্ণার 'আকরিক'

By

Published : Dec 12, 2022, 12:16 PM IST

কলকাতা, 12 ডিসেম্বর: আর তিন দিনের অপেক্ষা । তারপরই চলচ্চিত্র উৎসবে মেতে উঠবে সিনেপিপাসু বাঙালি । এবারের চলচ্চিত্র উৎসবে কোনও থিম কান্ট্রি নেই । তবে, এবারের থিম 'বিশ্ব মেলে ছবির মেলায়'। শহরের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই লাগানো হয়েছে হোডিং । এই থিম মাথায় রেখে যেভাবে ক্যাম্পেইন সাজানো হচ্ছে, তা বেশ প্রশংসা পেয়েছে ইতিমধ্য়েই । এবারের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত বাংলা ছবি 'আকরিক' (Rituparna Starrer Akorik has been selected for KIFF )৷

ছবির পরিচালক তথাগত ভট্টাচার্য । ভেঙে যাচ্ছে যৌথ পরিবার । পাল্টে যাচ্ছে সম্পর্কের সমীকরণ । শিশুরা বঞ্চিত হচ্ছে ঠাকুমা-দাদুর ভালবাসা থেকে । এর জন্য দায়ী ঠিক কারা ? এক ঝলকে মনে আসবে যাদের নাম, তাঁরা হলেন সেই শিশুটির বাবা-মা । আমি-তুমির সংসারে বাচ্চাটি বড় একা । খেলার সাথী নেই, গল্প বলার বয়স্ক বন্ধু নেই । বাপ-মা কাজে বেরিয়ে গেলে বাচ্চাটি স্কুল থেকে ফিরে বড্ড একা । তখন হয় সঙ্গী ফোন কিংবা টিভি ।এর উপরে কোনও মা কিংবা বাবা যদি হয় সিঙ্গল, তাহলে তো আর কথাই নেই। এরকমই এক গল্প নিয়ে 'আকরিক' বানিয়েছেন তথাগত ৷

এই ছবিতে সিঙ্গল মাদারের চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna New Film Akorik)। ছবিটি এবারের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে একথা জানার পর আপ্লুত টলিকুইন(Rituparna Starrer Akorik) । তিনি তাঁর সোশাল মিডিয়ায় লিখেছেন, "জানাতে খুব ভালো লাগছে 'আকরিক' কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্য়াল-এ নির্বাচিত হয়েছে ৷"এই ছবিতে অন্যান্য ভূমকায় অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য সরকার, অঙ্কন মল্লিক, সুপ্রতিম রায়, স্বপ্নদীপ অধিকারী, সুদেষ্ণা চক্রবর্তী, অঙ্গনা বসু, জয়শ্রী অধিকারী, অভিষেক গঙ্গোপাধ্য়ায়-সহ আরও অনেকে ।

আরও পড়ুন:হাজির 'পাঠান' এর নতুন গান, রসায়নে মন কাড়লেন দীপিকা শাহরুখ

17 ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছটায় রবীন্দ্র সদনে এবং নজরুল তীর্থ 2-এ বিকেল পাঁচটায় ছবিটি ফেস্টিভ্যালে দেখানো হবে । ঋতুপর্ণার কথায়, "আকরিক কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে এর থেকে আনন্দের কী হতে পারে?" প্রসঙ্গত, অশোক পরিক এবং দীপক পরিকের প্রযোজনায় এই ছবি থিয়েটার, ওটিটির পাশাপাশি বিভিন্ন ফেস্টিভ্যালেও ঘুরবে বলে জানিয়েছিলেন পরিচালক ।

ABOUT THE AUTHOR

...view details